Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতালিয়ান কাপের শেষচারে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২০, ৪:১৪ এএম

প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে তিনবার বল জড়ালেন ক্রিস্টিয়ানো রোনালদো-রদ্রিগো বেন্তানকুররা। দ্বিতীয়ার্ধে একটি আত্মঘাতী গোল হজম করলেও শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস। রোমাকে হারিয়ে ইতালিয়ান কাপের সেমি-ফাইনালে উঠেছে মাউরিসিও সাররির দল।

বুধবার ঘরের মাঠে কোয়ার্টার-ফাইনালে ৩-১ গোলে জেতে জুভেন্টাস। দলের হয়ে একটি করে গোল করেন রোনালদো, বেন্তানকুর ও লিওনার্দো বোনুচ্চি।

২৬তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন রোনালদো। গনসালো হিগুয়াইনের পাস ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেন্তানকুর। ডি-বক্সের ভেতর থেকে উরুগুয়ের এই মিডফিল্ডারের নেওয়া শট পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। প্রথমার্ধের যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন বোনুচ্চি। দগলাস কস্তার ক্রসে মাথা ছুঁইয়ে জাল খুঁজে নেন ডি-বক্সে অরক্ষিত থাকা অভিজ্ঞ এই ডিফেন্ডার।

৪৯তম মিনিটে আরও একবার রোমার জালে বল জড়াতে পারত ইউভেন্তুস। তবে হুয়ান কুয়াদরাদোর ক্রসে হিগুয়াইনের হেড ফেরে ক্রসবারে লেগে। পরের মিনিটেই এক গোল শোধ করে রোমা। উন্দেরের জোরালো শট ক্রসবারে লেগে ঝাঁপিয়ে পড়া জানলুইজি বুফফনের হাতে লেগে জালে জড়ায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ