বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সীমান্ত নগরী বেনাপোলের মেগা স্ট্রাকচার রহমান চেম্বারে ঐক্য স্টোরের ৩য় আউটলেট উদ্বোধন হয়েছে। মুজিবর্ষে ঐক্যের প্রত্যয় সিএমএসএমইর বিশ্বজয়ের লক্ষ্যে সম্প্রতি নিজেদের ৩য় আউটলেট উদ্বোধন করে ঐক্য ফাউন্ডেশন।
স্টেট অফ আর্ট আউটলেট শাখাটি ১২০০ স্কয়ার ফিট বিস্তৃত পরিসর নিয়ে। এসএমই উদ্যোক্তাদের নতুন এক ভুবনে আত্মপ্রকাশ উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থান হতে প্রায় ৫০ জন উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ৩ জন উদ্যোক্তা এবং অতিথিবৃন্দ শুভেচ্ছা জানান। তারা বলেন, ঐক্য ফাউন্ডেশনের উদ্যোক্তাদের এ নতুন পথচলা নতুন বছরে যোগ করলো লক্ষ লক্ষ পণ্য নিয়ে কুটির,মাইক্রো,ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার পথচলার এক অভাবনীয় অনুপ্রেরণা।
অনুষ্ঠানে জানানো হয়, বেনাপোল স্থল বন্দর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান। বাংলাদেশ ও ভারত সীমান্ত এবং প্রতিদিন লক্ষ মানুষের পদচারণায় মুখরিত এ বন্দর। এই বন্দর এলাকা হাস্যোজ্জ্বল এবং আরও আলো ঝলমলে হয়ে উঠলো অর্ধশতাধিক উদ্যোক্তার উৎসবমুখর পদচারণায়। তাদের পণ্যের সর্ববৃহৎ এসএমই অনলাইন স্টোর www.oikko.com.bd এবং বাংলাদেশের ৪৯২টি উপজেলায় তাদের আউটলেট স্থাপনে প্রথম মাইলফলক বেনাপোল। বেনাপোলের মেগা স্ট্রাকচার রহমান চেম্বারের ১২০০ স্কয়ার ফিটে হাজারও পণ্যের উপস্থিতিতে আনন্দিত বেনাপোলবাসী।
ঐক্য ফাউন্ডশনের চেয়ারম্যান অপু মাহফুজের সঞ্চালনায় উপজেলা পর্যায়ে ঐক্যের আউটলেট উদ্বোধনে ডিজিটালি শুভেচ্ছা জ্ঞাপন করেন ঐক্য সভাপতি (উদ্যোক্তা উন্নয়ন উইং) বিশিষ্ট নারী নেত্রী শাহীন আকতার রেনী, বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান এনডিসি, এমএমই ফাউন্ডেশন ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুল ইসলাম, এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম শাহীন আনোয়ার, রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) মেয়র ও ফাউন্ডেশন ট্রাস্টি, এএইচএম খায়রুজ্জামান লিটন, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঐক্য ফাউন্ডেশন ট্রাস্টি ফরিদুর রেজা সাগর, বেনাপোলের মেগা স্ট্রাকচারের উদ্যোক্তা সাহিদা রহমান সেতুসহ ঐক্য ফাউন্ডেশনের ইসি সদস্য এবং সংস্থার সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই আউটলেটের মাধ্যমে সাহিদা রহমান সেতু ঐক্য বেনাপোল পরিচালনা পর্ষদের সদস্য হলেন এবং বেনাপোলে সিএমএসএমই উদ্যোক্তাদের পণ্যের ভুবনটি সাজিয়ে সামাজিক উদ্যোক্তা হিসেবে নতুন প্রয়াস শুরু করলেন বিশিষ্ট এই নারী উদ্যোক্তা।
প্রসঙ্গত, সিএমএসএমই উন্নয়নে কাজ করছে ঐক্য ফাউন্ডেশন যার একটি অনন্য উদ্যোগ ঐক্য স্টোর। বাংলাদেশের প্রথম সিএমএসএমই অনলাইন মার্কেট www.oikko.com.bd যেখানে বাংলাদেশের ক্রেতারা কিনছেন অনলাইনে হাজার হাজার এসএমই পণ্য।
দেশের উপজেলা পর্যায়ে প্রথম আউটলেট এবং এসএমই উদ্যোক্তাদের নিয়ে বর্ণাঢ্য এই আয়োজন সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আইতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।