Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনা ভাইরাস ঠেকাতে সতর্ক সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ৫:০০ পিএম

করোনা ভাইরাস’ ঠেকাতে সতর্কতা গ্রহণ করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। চীনের সাথে সিলেটের সরাসরি ফ্লাইট না থাকলেও সতর্কতা অবলম্ব করছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সারাবিশ্বে আতঙ্ক সৃষ্টিকারী চীনের রহস্যজনক নতুন ‘করোনা ভাইরাস’ ঠেকাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে সতর্ক ব্যবস্থা।

জানা গেছে, স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে পদক্ষেপ গ্রহণ করেছে সিলেট বিমানবন্দর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, চীনের সাথে সিলেটের সরাসরি ফ্লাইট না থাকলেও নেয়া হয়েছে সতর্কতা। চীন থেকে কেউ এলে ঢাকায় হযরত শাহজালাল(র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিট দিয়ে আসতে হয়। তবু ভাইরাস ঠেকাতে সতর্ক রয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ আরো জানায়, সিলেট বিমানবন্দরে সবসময়ই স্বাস্থ্য বিভাগের একটি টিম কাজ করে। ইবোলা ভাইরাসের পর থেকেই সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্যের দেখভাল করে থাকে। নতুন ভাইরাস ‘করোনা’ নিয়ে সারাবিশ্বে আতঙ্ক দেখা দিয়েছে। বিভিন্ন দেশের অনেক বিমানবন্দরে নেয়া হয়েছে বিশেষ সতর্কব্যবস্থা। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সিলেট বিমানবন্দর পরিদর্শন করে গেছেন সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহমদ সিরাজাম মুনিরের নেতৃত্বে একটি টিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ