Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতকে টেইলরের হুঙ্কার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ৩:৫৭ পিএম

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে নিউজিল্যান্ডে পৌঁছেছে বিরাট কোহলির ভারত। আগামী শুক্রবার (২৪ জানুয়ারি) থেকে অকল্যান্ডে শুরু হবে এক মাসব্যাপী সফরের প্রথম দ্বৈরথ। সিরিজ শুরুর আগেই কোহলিদের হুঙ্কার দিলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর।

তার মতে, তিন ফরম্যাটেই ভারতকে নাস্তানাবুদ করবে স্বাগতিক নিউইজিল্যান্ড। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে কিউইরা চরম ব্যর্থতার পরিচয় দিলেও টেইলর মনে করেন, ঘরের মাঠে কিউইদের দেখা যাবে স্বমহিমায়। সম্প্রতি একটি রেডিওর অনুষ্ঠানে ভারতের বিপক্ষে কিউইরা প্রত্যাবর্তনের জন্য মুখিয়ে রয়েছে বলে জানান টেইলর।

সে প্রসঙ্গে ডানহাতি এ তারকা বলেন,‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক সিরিজে সব বিভাগেই পর্যুদস্ত হয়েছি। কিন্তু দেশের মাটিতে ভারতের সঙ্গে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাতে প্রস্তুত আমরা।’ তিনি আরও বলেন, ‘ওরা বিশ্বের সেরা দল হতে পারে, তবে ঘরের মাঠে চেনা পরিবেশে খেলব আমরা। ভারতের জন্য আমরা তৈরি।’

এ দিকে, নিউজল্যান্ডের সাবেক ব্যাটিং কোচ ম্যাকমিলান বলেন, ‘একটা বড় সিরিজ সামনে আসছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যা ফল হয়েছে, তার পরে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ প্রত্যাবর্তনের জন্য একটা বড় মঞ্চ। এই ভারতীয় দল দারুণ শক্তিশালী। টেস্ট হোক বা ওয়ানডে বা টি-টুয়েন্টি, সব দিক দিয়েই ভারতীয় দল দুর্দান্ত।’

সাবেক কিউই হার্ডহিটার আরও বলেন, ‘এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ। তা ছাড়া সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতা ঝেড়ে ফেলে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ