Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসমাত আরা সাদেকের দ্বিতীয় জানাজার নামাজ আজ দুপুর দেড়টায় কেশবপুর পাবলিক ময়দানে অনুষ্ঠিত হয়েছে

কেশবপুর উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ২:৩৯ পিএম | আপডেট : ৪:৪৩ পিএম, ২২ জানুয়ারি, ২০২০

হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজার নামাজে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদ্য পিজুস কান্তি ভট্টার্চজ্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আওয়ামী লীগের খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, যশোরের জেলা প্রশাসক মোহম্মদ শফিউল আরিফ, জেলা পুলিশ সুপার মোহম্মদ আশরাফ হোসেন, মাগুরার মুহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ মিজানুর রহমানসহ সরকারি বে-সরকারি কর্মকর্তা বৃন্দ। জানাজা পূর্বে সকাল সোয়া এগারোটার সেনা বাহিনীর বিশেষ হেলিকপ্টারে ইসমাত আরা সাদেকের কফিন কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে অবতরণ করলে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান লাশ গ্রহন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান কাজি রফিকুল ইসলান, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে জানাজার পূর্বে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখেন এম পি মহদয়ের পুত্র তানভির সাদেক ও কন্যা নৌরিন সাদেক। এসময় তারা বক্তব্যে কেশবপুর বাসির কাছে তাদের মায়ের পক্ষে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন।

জানাজা শেষে এমপি মহদয়কে তার শেষ ইচ্ছা অনুযায়ী বগুরার দুফচাচিয়ায় মা-বাবার কবোরের পাশে দাফনের উদ্দেশ্যে সামরিক হেলিকাপ্টার যোগে দুপুর ২টা১৫ মিনিটে কেশবপুর ছেড়ে যায়।



 

Show all comments
  • Ashiq Ahmed ২২ জানুয়ারি, ২০২০, ৯:১৩ পিএম says : 0
    আপনাদের লেখায় বানান ভুল কেন? 'মহদয়' 'বগুরা' 'কবোর' এগুলো কোন ধাঁচের লেখা? একটা জাতীয় দৈনিক পত্রিকার এমন ভুল বানানের লেখা মেনে নেয়া যায় না।
    Total Reply(0) Reply
  • Ashiq Ahmed ২২ জানুয়ারি, ২০২০, ৯:১৩ পিএম says : 0
    আপনাদের লেখায় বানান ভুল কেন? 'মহদয়' 'বগুরা' 'কবোর' এগুলো কোন ধাঁচের লেখা? একটা জাতীয় দৈনিক পত্রিকার এমন ভুল বানানের লেখা মেনে নেয়া যায় না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ