Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেলসি-আর্সেনালের লড়াই অমিমাংসীত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ৪:৪১ এএম

চেলসি-আর্সেনালের রোমাঞ্চকর লড়াইয়ের সমাপ্তি ঘটল ড্র দিয়েই। আর্সেনালের বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও জয়ের দেখা পেল না চেলসি। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান এক পয়েন্ট নিয়ে ফিরেছে মিকেল আর্তেতার দল। স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

ভীষণ বাজে সময়ের মধ্যে দিয়ে পথচলা আর্সেনাল ম্যাচের ষোড়শ মিনিটে আচমকা গোল খেতে বসেছিল। সতীর্থের উদ্দেশে তরুণ ফরোয়ার্ড ক্যালাম হাডসন-ওডোইয়ের বাড়ানো ক্রস ক্রসবারে লাগে। ২৬তম মিনিটে ১০ জনের দলে নেমে আসে আর্সেনাল। এর দুই মিনিট পর এগিয়ে যায় চেলসি।

প্রতিপক্ষের ফরোয়ার্ড ট্যামি আব্রাহামকে নিজেদের ডি-বক্সে ডেভিড লুইস ফেলে দিলে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ওই পেনাল্টি থেকেই বল জালে পাঠান ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয়ো। ৬৩তম মিনিটে অসাধারণ এক গোলে সমতা টানেন মার্তিনেলি। প্রতিপক্ষের কর্নার থেকে বল ধরে পাল্টা আক্রমণে এক ছুট দেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সবাইকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে নিচু শটে ঠিকানা খুঁজে নেন তিনি। ৮৪তম মিনিটে আবারও এগিয়ে যায় চেলসি। এ যাত্রায় তিন মিনিটের বেশি ব্যবধান ধরে রাখতে পারেনি তারা।

ডান দিক থেকে হাডসন-ওডোইয়ের ক্রসে নিচু শটে স্কোরলাইন ২-১ করেন আসপিলিকুয়েতা। ৮৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত কোনাকুনি শটে আর্সেনালকে আরেক দফা সমতায় ফেরান স্প্যানিশ ডিফেন্ডার বেইয়েরিন।

২৪ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। ১০ নম্বরে থাকা আর্সেনালের পয়েন্ট ৩০। ২২ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ