নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের বদলি নেমে কাঙ্ক্ষিত গোল এনে দিলেন সার্জিও আগুয়েরো। প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার শেফিল্ড ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল। ৭৩তম মিনিটে একমাত্র গোলটি করেন আগুয়েরো।
শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না বর্তমান চ্যাম্পিয়নরা। ৩৬তম মিনিটে রিয়াদ মাহরেজ ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। স্পট কিকে জেসুসের শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন শেফিল্ড গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় সিটি। ৬৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার ছয় মিনিট পর ডে ব্রুইনের দুর্দান্ত এক ক্রসে ছোট ডি-বক্সের ভেতর থেকে টোকা দিয়ে জাল খুঁজে নেন আগুয়েরো।
এই জয়ে ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে রইল গুয়ার্দিওলার দল। দুই ম্যাচ কম খেলা লিভারপুল ৬৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।