Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাত্রী টিকিটে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা
প্রতি বছরের মতো এবারো ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী টিকেট ক্রয়ে যাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে অতিরিক্ত টাকা। টিকেটপ্রাপ্তিতে হয়রানি। আর কর্তৃপক্ষ বলছেন, ঈদের সময় চা খাওয়ার জন্য সবাই নেয় আমরাও নিচ্ছি। ঢাকাগামী যাত্রী সোহেল, মুন্না, বেলাল, স্বপন এরা সবাই ঠাকুরগাঁওয়ের বাসিন্দা ঢাকার বিভিন্ন কলেজের ছাত্র। ঈদের সময় এলেই বাবা, মা, ভাই, বোন, বন্ধুসহ পরিবারের টানে ঠাকুরগাঁওয়ে আসেন। কিন্তু ঈদ উৎসব শেষে আবার ঢাকায় ফিরতে হলে পড়তে হয় ভোগান্তিতে। এমনটা শুধু তাদের বেলায় নয় এখন এমন পরিস্থিতি ঈদের পর যারা ঢাকা যাবেন তাদের সকলের। ভোগান্তিতে পরা যাত্রীরা জানান, ঈদের টিকিট ছাড়ার আগেই হানিফ এন্টারপ্রাইজ ঠাকুরগাঁও কাউন্টারের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছিলাম। কর্তৃপক্ষ জানান, জুনের ২০ তারিখের পর টিকিট ছাড়া হবে। ২১ তারিখে আসি বলে টিকিট শেষ। মনে হয় আকাশ থেকে পড়লাম। গোপনে কাউন্টারের লোকজনের সাথে যোগাযোগ রাখি পরে কাক্সিক্ষত টিকিট পাই। কিন্তু নন এসির ২টি টিকিট ক্রয়ে টিকিটের গায়ে লেখা হয় ৮শ করে ১৬শ টাকা। আর অতিরিক্ত নেয়া হয় ১শ টাকা। এটা নাকি চা খেতে দিতে হবে। যেখানে ঢাকায় যেতে স্বাভাবিক টিকিটের দাম নন এসি-৬শ, এসি-১১শ, সিঙ্গেল সিটের এসি ১৫শ টাকায় পাওয়া যেত। ঈদ উপলক্ষে নন এসি-৮শ, এসি ২ হাজার, সিঙ্গেল সিটের এসি ২৫শ টাকায় নিতে হচ্ছে। সেই সাথে নন এসির সিটপ্রতি ৫০ আর এসির সিটপ্রতি ৫০ থেকে ১শ টাকা পর্যন্ত অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। তবে সেই বাড়তি টাকা টিকিটের গায়ে  লেখা হচ্ছে না। এতে শুধু হয়রানি নয় গলাকাটা দামে বিক্রি হচ্ছে টিকিট যেন দেখার কেউ নেই। আমরা সড়ক পরিবহন মন্ত্রীর দৃষ্টি কামনা করছি। এ জেলা থেকে হানিফ, নাবিল, মেহেরুন, কেয়া, শ্যামলী, বাবলুসহ প্রায় অর্ধশত গাড়ি প্রতিদিন ঢাকায় ছেড়ে যায়। এদের মধ্যে শুধুমাত্র হানিফ এন্টারপ্রাইজ ঈদের অগ্রিম টিকিট অতিরিক্ত টাকায় বিক্রি করেছেন। অন্যান্য গাড়ির কৃর্তপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, তারা টিকিট ছাড়বেন ঈদের ২/৩ দিন আগে। তবে অতিরিক্ত কোনো টাকা নেয়া হবে না। আর হানিফ এন্টারপ্রাইজের গাড়িই এ জেলা থেকে বেশি যাতায়াত করে। ৩৬ থেকে ৪০ সিটের প্রতিদিন ১০/১৫টি গাড়ি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশে। টিকিটপ্রতি অতিরিক্ত ৫০ টাকা করে প্রতিদিন উৎকোচ জমা হয় প্রায় ৩০ হাজার টাকা। এটা নাকি চা খাওয়ার টাকা। এ বিষয়ে ঠাকুরগাঁও হানিফ এটারপ্রাইজের নারায়ণ চন্দ্রের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঈদের সময় কয়েক টাকা বেশি নেয়া হয়। সবসময় কি নেয়া হয়। তবে কেন টিকিটের গায়ে লেখা হয় না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা চা খাওয়ার টাকা।



 

Show all comments
  • mh masum ১ জুলাই, ২০১৬, ২:২৬ পিএম says : 0
    সব ঠিকঠাক ভিতরে সদরঘাট......?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাত্রী টিকিটে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ