প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রাকেশ রোশনের পরিচালনায় হৃতিক রোশনের বিপরীতে ‘কহো না.. পেয়ার হ্যায়’ চলচ্চিত্রে অভিনয় করে রাতারাতি বলিউডের সুপারস্টারে পরিণত হয়েছিলেন আমিশা প্যাটেল্ ফিল্মটির সাফল্যের পর তাকে আর পিছে ফিরে চাইতে হয়নি। একর পর এক সুযোগ আসতে থাকে তার কাছে। এরপর তিনি ‘গাদার- এক প্রেম কথা’, ‘হামরাজ’ ভুলভুলাইয়া’,’ হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’সহ অনেকগুলো ফিল্মে অভিনয় করেন। অভিনয় তার পেশায় পরিণত হয়। কিন্তু ক’জন জানে ‘কহো না.. পেয়ার হ্যায়’ চলচ্চিত্রের আগে তিনি কখনও অভিনয়ের কথা ভাবেনই নি? ঠিক তাই! একটি প্রতিবেদন থেকে জানা গেছে আমিশা একটি অনলাইন সংবাদ মাধ্যমকে বলেছেন, রাকেশ যখন ‘কহো না.. পেয়ার হ্যায়’ ফিল্মটি নির্মাণের কথা ভাবছিলেন তখনও আমিশার কথা জানতেন না। রোশন আমিশাকে একটি বিয়ের অনুষ্ঠানে দেখেন এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন তাকে দিয়েই ফিল্মটি নির্মাণ করবেন। উল্লেখ্য ‘কহো না.. পেয়ার হ্যায়’ তার ছেলে হৃতিকেরও অভিষেক চলচ্চিত্র। স¤প্রতি রোমান্টিক থ্রিলার ফিল্মটি মুক্তি ২০ বছর পূর্তি হয়েছে। আমিশা বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে আছেন তবে তিনি জানান হৃতিকের সঙ্গে তার জুটি আবার চলচ্চিত্রে আসুক তা তিনি চান এবং ২০২০ সালে তা ঘটতে পারে। হৃতিক বর্তমানে ফারাহ খানের ‘সাত্তে পে সাত্তা’ রিমেকে কাজ করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।