Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২০, ৩:৪৪ পিএম

পাকিস্তান সফর নিয়েই ছিল শঙ্কা। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সফরটি গড়াচ্ছে ঠিকই, তবে তিন ধাপে। পাকিস্তানে এ নিয়ে সমালোচনা হলেও সফরে রাজি হওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক নির্বাচক ও অধিনায়ক ইনজামাম উল হক।

নিরাপত্তা ইস্যুতেই পাকিস্তান সফরে আগ্রহী ছিল না বাংলাদেশ। এর পর থেকে পাকিস্তানের সাবেক অনেক ক্রিকেটারই বাংলাদেশের সমালোচনা করেছেন। এমনকি আইসিসির হস্তক্ষেপও কামনা করেছেন কেউ কেউ। দুই বোর্ডের সমঝোতায় শেষ পর্যন্ত সফরে রাজি হয়েছে বাংলাদেশ। তাই সফরকারীদের ধন্যবাদ জানিয়েছেন ইনজামাম, ‘পাকিস্তানে আসার জন্য বাংলাদেশকে আমাদের ধন্যবাদ জানানো উচিত।’

সফরটি হচ্ছে তিনধাপে। শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলে চলে আসবে বাংলাদেশ। দ্বিতীয় ধাপে খেলবে একটি টেস্ট। আর তৃতীয় ও শেষ ধাপে দ্বিতীয় টেস্ট খেলার আগে মুখোমুখি হবে এক ম্যাচের ওয়ানডেতে। ইনজামাম মনে করছেন সিরিজটি একধাপে শেষ হলেই ভালো হত, ‘আমার মনে হয় পুরোটা সিরিজই আলাদা না খেলে একধাপে খেললে ভালো হত। এখানকার মানুষের যে ক্রিকেটপ্রেম, এতে বাংলাদেশ খেলাটা উপভোগই করবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ