Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

রংপুরে প্রতিবাদ সমাবেশ

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

লালমনিরহাট জেলা সংবাদদাতা
আকীজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক কোম্পানীর রংপুরের ব্যবস্থাপককে লাঞ্ছিতের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ করেছে কয়েকশত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ। গত ২৭ জুন রাতে আকীজ ফ্যাক্টরীর রপ্তানী ও তামাক প্রসেসিং কেন্দ্র রংপুরের ব্যবস্থাপক আব্দুল কাদেরকে আকীজ বিড়ি ফ্যাক্টরীর সাবেক ব্যবস্থাপনা পরিচালক আজিজ উদ্দিন অতর্কিতভাবে হামলা করে অমানুষিক শারীরিক নির্যাতন চালায়। এর প্রতিবাদে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ীর আকীজ বিড়ি ফ্যাক্টরীতে কর্মরত  শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ গতকাল বৃহস্পতিবার দুপুরে ফ্যাক্টরীর সামনে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ থেকে ফ্যাক্টরীর ব্যবস্থাককে লাঞ্ছিতের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, এ ঘটনার পুনরায় ঘটলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে আকীজ ফ্যাক্টরীর লালমনিরহাট সাপ্টিবাড়ী ব্যবস্থাপক আবু তাহেরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শ্রমিকরা অংশ নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রংপুরে প্রতিবাদ সমাবেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ