রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
খাবারের সাথে ৫ কর্মীকে চেতনানাশক খাইয়ে অচেতন করে মাদারীপুরের শিবচরের পাচ্চরে বেসরকারি সংস্থা আশার ব্রাঞ্চে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এসময় চোরের দল প্রায় ২ লাখ টাকা নিয়ে গেছে বলে জানা গেছে। জানা যায়, উপজেলার পাচ্চর ব্রাঞ্চে অন্যান্য দিনের মতো বুধবার রাতে কর্মীরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার সকালে ম্যানেজার রফিকুল ইসলাম এনজিও অফিসে এসে সবকিছু এলোমেলো ও ক্যাশ বাক্স ভাঙাচুড়া দেখতে পেয়ে কর্মচারীদের ডাক দিয়েও কোনো সাড়া পায়নি। পরে রুমের ভেতরে ব্রাঞ্চের সহকারী ম্যানেজার শাহ জামাল, লোন অফিসার আঃ রশিদ, আতিকুর রহমান, যুথিকা রানী ও ফরহাদ হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। চোরের দল রান্নাঘরের জানালার গ্রিল কেটে চুরি করে। এর আগে তারা কৌশলে রাতের খাবারের সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। আশা পাচ্চর ব্রাঞ্চের ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, আমি সকালে অফিসে এসে কর্মীদের ডেকে সারা না পেয়ে রুমের মধ্যে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।