রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
মাদারীপুরের শিবচরের কাঠালবাড়িতে পানিতে ডুবে ২ ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। জানা যায়, গত বুধবার বিকেলে উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরচান্দ্রা মুন্সীকান্দি গ্রামের আতা আলী শেখের ৩ মেয়ে ও ১ ছেলের মধ্যে মেয়ে লামিয়া আক্তার (৫) ও ছেলে দ্বীন ইসলাম (৪) বাড়ির পাশের খালে গোসল করতে যায়। দীর্ঘ সময় পরও বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন খাল পাড়ে ছুটে যায়। খোঁজাখুঁজির পর দুই ভাই-বোনকে খালের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। কাঁঠালবাড়ি ইউপি চেয়ারম্যান সোহেল বেপারী বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিজিএফ’র চাল বিতরণ
ঈদুল-ফিতর উপলক্ষে মাদারীপুরের শিবচরে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। জানা যায়, ঈদ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে শিবচর পৌরসভা চত্বরে পৌরসভার সাড়ে ৪ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আওলাদ হোসেন খান। ঈদ উপলক্ষে এ বছর উপজেলায় ১৫ হাজার ৪শ’ ৭৭ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পরিবার প্রতি ২০ কেজি করে সারা উপজেলায় ৩শ’ ৯ টন ৫শ’ ৪০ কেজি চাল বিতরণ হবে বলে জানা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।