Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উৎকণ্ঠায় কাজিপুরের নদী তীরবর্তী মানুষ

যমুনার ভাঙন অব্যাহত

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

টিএম কামাল, কাজিপুর (সিরাজগঞ্জ) থেকে
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার ভাঙন অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। উজান থেকে নেমে আসা ঢলে যমুনায় পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ভাঙন শুরু হয়েছে দুর্গম চরাঞ্চলের মনসুরনগর, চরগিরিশ, খাসরাজবাড়ী, তেকানী, নাটুয়ারপাড়া ও নিশ্চিন্তপুর ইউনিয়নের ১৫টি গ্রাম। ¯্রােতের তোড়ে চরগিরিশ থেকে নিশ্চিন্তপুর ইউনিয়ন এলাকায় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়েছে বাড়িঘর, দোকানপাট, মসজিদ, আবাদি জমি ও নিশ্চিন্তপুর ও চরগিরিশ ইউনিয়ন রাস্তা। ভাঙনকবলিত এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙন চলে এলেও তা রোধের কোনো কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে ভিটোমাটি হারিয়েছেন অনেকেই। আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন এই জনপদের নিঃস্ব মানুষেরা। এদের মধ্যে কেউ কেউ আশ্রয় নিয়েছেন পার্শে¦র বাঁধ ও উঁচু জায়গায়। ক্ষতিগ্রস্ত লোকজন এখন মানবেতর জীবনযাপন করছেন। ভাঙনে ভিটেমাটি ও আবাদি জমিহারা মালিক আব্দুল হামিক মাস্টার, আমজাদ হোসেন জানান, ভাঙনের চিন্তায় রাতে ঘুমাতে পারি না। ওই এলাকায় শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও জমি গত কয়েক দিনে নদীতে বিলীন হয়েছে বলে সূত্রে জানা যায়। চরগিরিশ ইউনিয়নের চেয়ারম্যান এসএম জিয়াউল হক জানান, নদীর পানি বৃদ্ধি থাকায় ¯্রােত বেড়েছে। এ কারণে তিন কিলোমিটার এলাকাজুড়ে বেড়েছে ভাঙনের তীব্রতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উৎকণ্ঠায় কাজিপুরের নদী তীরবর্তী মানুষ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ