Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমস্যা সমাধান করতে চাই : আতিকুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

প্রতিপক্ষ দলের প্রার্থীর মতো কোনও অভিযোগ না করে নির্বাচনি প্রচারণায় মানুষের সমস্যা কথা শুনে, তা সমাধান করতে চান ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। গতকাল রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় নির্বাচনি গণসংযোগে এ কথা বলেন তিনি।

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি নির্বাচনে আমার প্রতিপক্ষ, আমার ভাতিজা তাবিথ আউয়াল বলেছেন- আমি নাকি আচরণবিধি লঙ্ঘন করছি। কিন্তু আমি কোনও অভিযোগ করতে চাই না। আমি চাই মানুষের সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টা করে যেতে। তাই উনি আচরণবিধি লঙ্ঘনের কথা বলবেন, আর আমি বলবো কীভাবে এলাকার উন্নয়ন করা যায়। প্রতিপক্ষ অভিযোগ করবে, আর আমি উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেবো।

নির্বাচিত হলে ঢাকা ওয়াসাসহ সকল সেবা সংস্থার সমন্বয় ও জবাবদিহিতার আওতায় আনার কথা উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, মানুষের প্রত্যাশা সেবা সংস্থাগুলোর কাজ দ্রæতগতিতে হোক, ভোগান্তি কম হোক। আমি নির্বাচিত হলে সবার আগে সব সেবা সংস্থার মধ্যে সমন্বয়ের চেষ্টা করবো। সিটি করপোরেশনকে যেমন জবাবদিহিতার মধ্যে আনতে চাই, তেমনি ওয়াসাসহ সকল সেবা সংস্থাকেও জবাবদিহিতার মধ্যে আসতে হবে।
খিলক্ষেত এলাকার স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি একটি স্থায়ী বাজার গড়ে তোলার, এর প্রেক্ষিতে আতিকুল ইসলাম বলেন, এখানে কোনও বাজার নেই, রাস্তার ওপর বাজার বসে। অবশ্যই একটি এলাকার জন্য বাজার খুবই গুরুত্বপূর্ণ। তাই কথা দিতে চাই, নির্বাচিত হলে এই এলাকায় একটি আধুনিক বাজার, একটি কমিউনিটি সেন্টার নির্মাণ করে দেবো। এছাড়াও অবৈধ দখল উচ্ছেদ করে খেলার মাঠ গড়ে তুলবো।

প্রচারণার দশম দিনে আতিকুল ইসলাম গণসংযোগ শুরু করেন খিলক্ষেত রেলগেট এলাকা থেকে। সেখান থেকে লেকসিটি কনকর্ড, কুড়িল, যমুনা ফিউচার পার্ক, ভাটারা, ডুমনি, তলনা, পাতিরা, আশকোনা এলাকায় গণসংযোগের মাধ্যমে নৌকার পক্ষে ভোট চান আতিকুল ইসলাম।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি করপোরেশন নির্বাচন

২৯ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ