পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেয়র পদপ্রার্থী আলহাজ আব্দুর রহমান বলেছেন, ইসিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিতে হবে। নির্বাচন সুষ্ঠু না হলে ভোটারদের আগ্রহ থাকবে না। দুর্নীতি লুটপাট টেন্ডারবাজি থেকে জনগণ মুক্তি চায়। এ জন্য সিটি কর্পোরেশন নির্বাচনে আমূল পরিবর্তন আসা দরকার। তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচনী লড়াইয়ে নেমেছি। নির্বাচনী প্রচারণায় হাতপাখা মার্কায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সিটি কর্পোরেশন ২৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইফনুছ আহমাদ।
ইশতেহারে আলহাজ আব্দুর রহমান বলেন, ইতিপূর্বে নির্বাচিত ঢাকার মেয়ররা সিটির উন্নয়ন, সর্বোচ্চ নাগরিক সেবা প্রদানের জন্য বারংবার সিটির জনগণের সাথে মুখরোচক বহু ওয়াদা দিয়েছেন। কিন্ত নির্বাচনী ওয়াদা কেউ পূরণ করতে পারেননি। বিশ্বের নোংরা ও পরিবেশ দূষণ সিটিগুলোর ১নং তালিকায় ঢাকা সিটির নাম উঠেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।