পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম সিটি মেয়র পদে নৌকা প্রতীকে এম রেজাউল করিম চৌধুরী নিশ্চিত নির্বাচিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের বুধবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে নিশ্চিত জয়ের পথে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সিজেকেএস জিমন্যাশিয়ামে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে সন্ধ্যা ৬টা থেকে পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান।
মোট ৭৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৬০টির প্রাপ্ত বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ২৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ২৪ হাজার ৩১৭ ভোট। একেকটি ফলাফল ঘোষণার সাথে সাথে আনন্দ-উচ্ছ্বাস আর উল্লাসে ফেটে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থকেরা। তবে নিয়ন্ত্রণ কক্ষ এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়েনি।
গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর ৪১টি ওয়ার্ডের ৭৩৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। নির্বাচনে প্রতিদ্ব›দ্বী অন্য প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলনের জান্নাতুল ইসলাম, ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ ওয়াহেদ মুরাদ, ইসলামী ফ্রন্টের এম এ মতিন, ন্যাশনাল পিপলস পার্টির আবদুল মনজুর ও স্বতন্ত্র খোকন চৌধুরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।