পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ১৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার-ভিডিপি ও এপিবিএন। আগামী ৩০ জানুয়ারি থেকে দুই সিটিতে ৬৫ প্লাটুন বিজিবি নামছে।
গতকাল সোমবার এ সংক্রান্ত একটি পত্র দিয়েছে ইসি। ঢাকার দুই সিটি নির্বাচনে পুলিশ, র্যাব ও এসবির জন্য সবমিলে ২৬ কোটি ৪২ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল। ওই চাহিদার বিপরীতে ৮ কোটি ১ লাখ ৬২ হাজার টাকা বরাদ্দ দিয়েছে ইসি। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার টাকা এবং দক্ষিণ সিটিতে ৪ কোটি ৫ লাখ ১৬ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। অপরদিকে আনসার ও ভিডিপি বাহিনী চাহিদা না দিলেও নির্দিষ্ট হার অনুযায়ী ৯ কোটি ৮ লাখ ২২ হাজার টাকা বরাদ্দ দিয়েছে ইসি।
উত্তর সিটিতে পুলিশের জন্য বরাদ্দকৃত ৩ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার টাকার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জন্য ৩ কোটি ৮ লাখ ৬ হাজার টাকা, পুলিশ হেডকোয়ার্টার্সের জন্য ২০ লাখ ৬৭ হাজার টাকা, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) জন্য ১০ লাখ ৪৩ হাজার টাকা, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) জন্য ৫৭ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আর দক্ষিণ সিটিতে পুলিশের জন্য বরাদ্দকৃত ৪ কোটি ৫ লাখ ১৬ হাজার টাকার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জন্য ৩ কোটি ২ লাখ ৭২ হাজার টাকা, পুলিশ হেডকোয়ার্টার্সের জন্য ১৮ লাখ ২১ হাজার টাকা, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) জন্য ১০ লাখ টাকা, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) জন্য ৭৪ লাখ ২৩ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর আগে গত ১৬ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অগ্রিম উত্তোলনের মঞ্জুরীসহ অর্থ বরাদ্দ চেয়ে চাহিদা জানায় পুলিশ। চাহিদা অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার টাকা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার টাকা পুলিশের জন্য বরাদ্দ চাওয়া হয়েছিল। সবমিলে ২৬ কোটি ৪২ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দ চেয়েছিল বাহিনীটি।
অপরদিকে দুই সিটির ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রের আনসার ও ভিডিপি সদস্যদের ৫দিন বাহিনীকে অঙ্গীভ‚তকরণ বাবদ দেয়া ৯ কোটি ৮ লাখ ২২ হাজার টাকা বরাদ্দের মধ্যে দপ্তর-সংস্থার জন্য ১ কোটি ৬১ লাখ ৬৫ হাজার টাকা এবং অঙ্গীভ‚ত আনসার ও ভিডিপি সদস্যদের জন্য ৭ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে কমিশন। দুই সিটি নির্বাচনে ডিএমপিতে পুলিশের সঙ্গে মোতায়েনকৃত ৫১৫ জন ব্যাটালিয়ন আনসারের জন্য ১৩ লাখ টাকা এবং আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রম তদারককারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য দৈনিক ভাতা ও জ্বালানী-মেরামত বাবদ ব্যয় নির্বাহের জন্য ৩ লাখ ৮৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। রেঞ্জ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৩ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ৩০ জানুয়ারি থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নামছে ৬৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটের আগের দুদিন, ভোটের দিন ও ভোটের পরদিনসহ মোট চারদিন এসব বিজিবি সদস্য নির্বাচনি মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে দায়িত্ব পালন করবেন। এছাড়া দুই সিটিতে আরও পাঁচ প্লাটুন করে মোট ১০ প্ল্যাটুন বিজিবি সদস্য রিজার্ভ ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ফেব্রুয়ারি দুই সিটি নির্বাচন উপলক্ষে ঢাকা উত্তর সিটিতে ২৭ প্লাটুন ও ঢাকা দক্ষিণ সিটিতে ৩৮ প্লাটুন বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৫৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৭৬ জনসহ ১৩০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। আর এক্ষেত্রে বিজিবির এক প্লাটুনে সদস্য নিয়ে দুটি টিম গঠন করার পরিকল্পনা রয়েছে ইসির। প্রতিটি টিমের নেতৃতত্ব দেবেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটকেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটগ্রহণের দুইদিন আগে, ভোটের দিন এবং ভোটের পরের দিনসহ মোট চারদিনের জন্য মোতায়েন থাকবে। তবে আনসার ও ভিডিপি সদস্যরা পাঁচ দিনের জন্য নিয়োজিত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।