প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশের থিয়েটার অঙ্গনের জনপ্রিয় ও পরিচিত মুখ ইশরাত নিশাত আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। গত ১৯ জানুয়ারি রাত সাড়ে ১১টায় গুলশানে বোনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মঞ্চ নাটকে নিশাত ছিলেন একজন অসাধারণ মেধাদীপ্ত উজ্জ্বল প্রতিভা। অপসংস্কৃতির বিরুদ্ধে তিনি ছিলেন এক আপসহীন যোদ্ধা। তার এই প্রতিবাদী ভূমিকার কারণে তিনি দেশের মঞ্চনাটকের সবচেয়ে সোচ্চার কণ্ঠ হিসেবে তিনি পরিচিতি পান। এ কারণে সহযাত্রীদের পাশাপাশি নবীনদের কাছেও তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা লেখনীর মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। গতকাল দুপুরে তার মরদেহ তার প্রিয় স্থান বাংলাদেশে শিল্পকলা একাডেমিতে নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাকে বনানী গোরস্থানে দাফন করা হয়। ইশরাত নিশাত প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে। তিনি ‘দেশ নাটক’ নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। মঞ্চে একাধারে অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী হিসেবে খ্যাতি ছিল তার। তার নির্দেশিত দেশ নাটকের প্রযোজনা অরক্ষিতা ব্যাপক প্রশংসিত হয়। সর্বশেষ তিনি নাসির উদ্দীন ইউসুফের আলফা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।