Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালী পৌরভবনে ২টি হাত বোমা নিক্ষেপ

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২০, ৬:৪৭ পিএম

নোয়াখালী পৌরভবনে পর পর দু’টি হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বোমা দু’টি পৌরভবনের দেয়ালে লেগে বিষ্ফোরণ হয়েছে। তবে কে বা কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে বিষ্ফোরিত বোমা দুটির অংশ উদ্ধার করে পুলিশ।
পৌরসভার সচিব শ্যামল দত্ত জানান, রোববার গভীর রাতে হঠাৎ করে পৌর ভবনে পর পর দু’টি বোমার বিষ্ফোরণ হয়। এসময় পৌরভবনের তিনজন নৈশ্যপ্রহরী থাকলেও তারা ঘটনাস্থলে আসার আগে হামলাকারীরা পালিয়ে যায়। বোমা বিষ্ফোরণের সময় প্রহরীদের মধ্যে একজন গার্ডরুমে, একজন টয়লেটে এবং একজন ভবনের পিছনে গাড়ির কাছে ছিলেন বলে তারা জানিয়েছে।
নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খাঁন সোহেল হামলাকারীদের চিহিৃত করে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করেছেন।
সুধারাম থানা ওসি নবীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি টিভির ফুটেজ দেখা হচ্ছে। কারা ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোমা নিক্ষেপ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ