Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির গোলে শীর্ষে ফিরল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২০, ২:৩৩ পিএম

লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনাকে কাঙ্খিত জয় এনে দিলেন দলটির প্রাণ ভোমরা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রত্যাশিত এই জয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরেছে বার্সা।

রোববার মধ্যরাতে লা লিগায় নিজেদের ২০তম রাউন্ডে পয়েন্ট টেবিলের দশে থাকা গ্রানাডাকে ১-০ গোলে হারিয়েছে মেসি-গ্রিজম্যানরা। এখন ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে কাতালান জায়ান্টরা। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। তিন নম্বরে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৩৫।

প্রথমার্ধ গোলশূন্য ছিল। ঘরের মাঠে বার্সেলোনা ভাল আক্রমণ করেও গোল পায়নি। ৬৯তম মিনিটে গ্রানাডার বারাহোনা লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন। ফলে দশজনের দল হয়ে যায় তারা। ন্যু ক্যাম্পে ৭৬তম মিনিটে বার্সেলোনাকে জয়সূচক গোলটি এনে দেন প্রাণভোমরা মেসি।

এর আগে গত সেপ্টেম্বরে লিগে প্রথম দেখায় গ্রানাডার মাঠে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা। তবে এবার ম্যাচে শিরোপাধারীদের পারফরম্যান্স ছিল এককথায় অসাধারণ। লুইজ সুয়ারেজের না থাকাটা বুঝতেই দেননি বার্সার দুই তরুণ তারকা কার্লোস পেরেজ ও আনসু ফাতি। মেসি ও গ্রিজম্যানকে যোগ্য সঙ্গ দিয়েছেন দুজনই।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ৫৫ বছর বয়সী আর্নেস্তো ভালভার্দের সঙ্গে সম্পর্কের ইতি টানার আনুষ্ঠানিক ঘোষণা দেয় বার্সেলোনা কর্তৃপক্ষ। ২০০৩ সালের পর এবারই প্রথম মৌসুমের মাঝপথে কোনো কোচকে ছাঁটাই করে ক্লাবটি। একই রাতে ভালভার্দের জায়গাতে নিয়োগ দেওয়া হয় ৬১ বছর বয়সী স্প্যানিশ কোচ সেতিয়েনকে। যার অধীনে গতরাতে মেসিদের ম্যাচ ছিল। যেখানে জয়ে শুরু হয় বার্সার সেতিয়েনের নতুন অধ্যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ