Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন কারামুক্ত

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন জামিনে মুক্তি পেয়েছেন। ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে জামিনে মুক্তি পান তিনি। ছাত্রদলের সাবেক নেতারা খোকনকে জেল গেটে ফুলের মালা দিয়ে বরণ করেন।
দীর্ঘ তিন মাস নিখোঁজ থাকার পর গত বছর ১৫ জুন আনিসুর রহমান তালুকদার খোকনসহ তিনজনকে ফরিদপুর থেকে আটক দেখানো হয়। ওইদিন দুপুরে সদরের কানাইপুরের একটি রেস্তোরাঁ থেকে তাদের আটকের পর কোতয়ালি থানায় হস্তান্তর করে র‌্যাব। গত বছর ৯ মার্চ রাজধানীর ধানমন্ডি মেট্রো রেস্তোরাঁর নিচ থেকে গোয়েন্দা পুলিশ খোকনকে গ্রেফতারের পর স্বীকার না করায় উদ্বেগ প্রকাশ করে তাকে আদালতে হাজির করার দাবি জানিয়ে বিবৃতি দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।
গতকাল কারামুক্ত হয়ে খোকন ইনকিলাবকে বলেন, হাজার শুকরিয়া, আল্লাহর অশেষ রহমত আমি পরিবারের কাছে ফিরে যেতে পারছি। কাল (আজ) রাতে গুলশানে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন কারামুক্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ