Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকেই গ্রেফতার নয় পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ৯:৫৫ পিএম

‘ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে পারবে না। সে সুযোগ কাউকে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকেই গ্রেফতার করবে না।’-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেছেন।

আজ রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি এসব কথা বলেন।

বৈঠকটির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই মূলত আলোচনা হয়েছে। এ বিষয়ে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। নজরদারি বাড়ানো হচ্ছে।

এ সময় আরও উপস্তিত ছিলেন মহাপুলিশ পরিদর্শক ড. জাবেদ পাটোয়ারি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদসহ মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ