বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আগামী মাসের মাঝামাঝি সময়ে পেঁয়াজের দাম কমে আসবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। রোজায় নিত্য প্রয়োজনিয় জিনিসসহ পেঁয়াজের দাম সহনশীল রাখতে আমরা চেষ্টা করে যাচ্ছি। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়টির শতবর্ষ পূর্তি উৎসবের আলোচন সভায় উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি। উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ্য সদস্য আছলাম হোসেন সওদাগার, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, জেলা প্রশাসক সুলতানা পারভীন, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবি চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী প্রমূখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা অংশ গ্রহণে বিদ্যালয় প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে। আগামিকাল কন্ঠশিল্পি সালমা সহ বিভিন্ন শিল্পির অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে সকালে বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।