Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে যাচ্ছেন পাপন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ৫:১৭ পিএম

বাংলাদেশ দলের পাকিস্তান সফরে ক্যাম্পে থাকা ক্রিকেটারদের সঙ্গে কথা বলে তাদেরকে অভয় দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সঙ্গে তিনি নিজেও যাওয়ার কথা জানিয়েছেন।

ক্রিকেটারদের অভয় দিয়েছেন বিসিবি সভাপতি, ‘সিকিউরিটি নিয়ে বেশি কথা বলিনি। সিকিউরিটি নিয়ে চিন্তা না, খেলা নিয়ে চিন্তা। মাথার মধ্যে এগুলো থাকলে খেলাটা ন্যাচারালি আসেনা। মেন্টাল পিস ছাড়া ক্রিকেট খেলা কিন্তু খুব কঠিন। টি-টোয়েন্টি এমনিতেই হাই টেন্সড খেলা, প্রতি বলে খেলা ঘুরে যায়। বললাম, ঠান্ডা মাথায় খেলবা, ইনশাআল্লাহ কিছু হবে না। আমি আসছি, থাকব-একসঙ্গে খাব। কোন অসুবিধা নেই।’

দলের সঙ্গে কোচিং বা সাপোর্ট স্টাফের নিয়মিত মুখের অনেকেই পাকিস্তান যাচ্ছেন না। সেসব জায়গা কারা পূরণ করবেন সেটা নিয়ে আজ আলোচনায় বসবেন বিসিবি বস, ‘সাপোর্ট স্টাফ কারা যাচ্ছে সেটা নিশ্চিত করা খুব গুরুত্বপূর্ণ। কারা যাচ্ছে সেটা দেখতে হবে, সেটা নিয়েই বসব। যাওয়া-আসার পথ টাও দেখব। ট্রাভেলিংয়ের ক্ষেত্রে বেস্ট অপশনটা কী। ওরা ২৩ তারিখ সকালে গিয়ে পৌঁছাবে। ২২ তারিখ রাতে রওয়ানা দিচ্ছে, ২৩ তারিখ সকালে যেয়ে পৌঁছাবে। তাহলে কি হবে? প্র্যাকটিস হচ্ছে না। একদিন আগে যাওয়া যায় কিনা সেটা নিয়ে কথা বলবো। ওরা যেটা বলছে ২৩ তারিখ বিকালে হালকা প্র্যাকটিস সেশন রেখেছে। খেলার মধ্যেই ওরা ছিল আর ২৪ তারিখে খেলা দিবারাত্রির তাই রেস্ট পাবে।’

ক্যাম্পে থাকা ক্রিকেটারদের শরীরী ভাষা দেখে আশান্বিত বিসিবি সভাপতি বলেন, ‘ওদের ফিল টা বুঝতে চাচ্ছিলাম। দেখলাম মোটামুটি সবাই চার্জড আপ আছে।’ বিসিবি সভাপতিকে জিজ্ঞাসা করা হয় দলের সাথে কোন বোর্ড পরিচালকরা যাচ্ছেন কিনা। বিসিবি সভাপতি উত্তর দিলেন একটু রসিকতার সুরেই, ‘প্রেসিডেন্ট যাচ্ছে, পরিচালকদের আর কোন দরকার আছে? (হাসি)। যাবে ইনশাআল্লাহ। জিজ্ঞাসা করলাম নান্নু যাচ্ছে? বললো যাচ্ছে, আকরাম যাচ্ছে? বললো মনে হয় যাচ্ছে। সব কনফার্ম করেনি। এগুলো নিয়েই বসবো। ইন্ডিয়া ট্যুরে ম্যানেজার অপারেশন্স সাব্বির ছিলেন, এখানেও থাকবেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ