Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাসেমিরোর গোলে বার্সাকে পেছনে ফেলল রিয়াল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ৭:৪৬ এএম

শুরুতে বেশ ধুঁকলেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ালো রিয়াল মাদ্রিদ। পাল্টা আক্রমণে সমতা টেনে সম্ভাবনা জাগিয়েছিল সেভিয়া। কিন্তু কাসেমিরোর নৈপুণ্যে দারুণ জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে জিনেদিন জিদানের দল। সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার স্থানীয় সময় বিকেলে ২-১ গোলে জিতেছে করিম বেনজেমাকে বেঞ্চে রেখে খেলতে নামা মাদ্রিদের দলটি। তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।

প্রথমার্ধে দুদলের পারফরম্যান্স ছিল সাদামাটা। ইডেন হ্যাজার্ড, গ্যারেথ বেল ও সার্জিও রামোসকে ছাড়া খেলতে নামা রিয়াল বল দখলে একটু এগিয়ে থাকলেও আক্রমণভাগে মোটেও সুবিধা করতে পারেনি। মাঝে সেভিয়া কিছুটা গোছালো ফুটবল খেলার চেষ্টা করলেও সাফল্য মেলেনি।

লড়াই জমে ওঠে দ্বিতীয়ার্ধে। ৫৭তম মিনিটে শেষ হয় গোলের অপেক্ষা। লুকা ইয়োভিচের ব্যাকহিলে ডি-বক্সে বল পেয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন কাসেমিরো। রিয়ালের এগিয়ে থাকার স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাত মিনিট পর বাঁ পায়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে জালে বল পাঠিয়ে সমতা টানেন ডি ইয়ং। কাসেমিরোর নৈপুণ্যে ৬৯তম মিনিটে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। ডান দিক থেকে লুকাস ভাসকেসের ক্রসে লাফিয়ে দারুণ হেডে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ম্যাচ শেষের দুই মিনিট আগে দারুণ সুযোগ পেয়েছিল সেভিয়া। তবে গোলরক্ষককে একা পেয়েও মরক্কোর ফরোয়ার্ড ইয়োসেফ লক্ষ্যভ্রষ্ট শট নিলে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

২০ ম্যাচে ১২ জয় ও সাত ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ