Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী-পুরুষের বৈষম্য দূর করতে ৮ দফা সুপারিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান বৈষম্য ও অসমতা দূরীকরণে আট দফা সুপারিশ পেশ করেছে সাউথ এশিয়া অ্যালায়েন্স ফর পোভার্টি ইরাডিকেশন (স্যাপে)। গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সুপারিশ তুলে ধরেন ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক মুসতাক আলী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুসতাক আলী বলেন, দক্ষিণ এশিয়ায় লিঙ্গভিত্তিক মজুরির পার্থক্য সবচেয়ে বেশি। এখানে লিঙ্গভিত্তিক শ্রমে নিযুক্তদের মধ্যেও অনেক পার্থক্য। যা দিন দিন বেড়েই চলছে। আইএলও-এর ‘ওমেন এট ওয়ার্ক: ট্রেন্ডস ২০১৬’ প্রতিবেদন অনুসারে বিশ্বব্যাপী শ্রমবাজারে নারীদের অংশগ্রহণের হার ৫২ দশমিক ৪ শতাংশ থেকে ৪৯ দশমিক ৬ শতাংশে কমে এসেছে। পুরুষের চেয়ে নারীরা ২৪ শতাংশ কম মজুরি পেয়ে থাকেন।
এ ধরনের বৈষম্য মোকাবিলায় দক্ষিণ এশিয়া অঞ্চলসহ বিশ্বের অন্যান্য দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে আট দফা সুপারিশ তুলে ধরেন মুসতাক আলী। সুপারিশগুলো হলো ধনী ও দরিদ্রের ব্যবধান কমানোর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা; নারীদের জন্য বৈষম্য ও শোষণমূলক নয় এমন অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করা; দেশিয় কর রাজস্ব সচল করে ধনী ও কোম্পানির প্রতি অন্যায্য কর ছাড় বন্ধ করা; জনস্বাস্থ, শিক্ষা, পানি ও পয়ঃনিষ্কাশন পুনর্জীবিত করার জন্য বিনিয়োগ করা; শ্রমিক অধিকারগুলো অর্থনৈতিক মডেলের ভিত্তিরূপে স্থাপন করা; ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার মাধ্যমে জলবায়ু বিপর্যয় রোধ ও জীবননাশী জ্বালানির অযৌক্তিক প্রভাব দ‚র করা; নারী ও ক্ষুদ্র কৃষকের ক্ষমতায়ন নিশ্চিত করা; বৈষম্যের পরিবেশের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার ও সুশীল সমাজের মুক্তচিন্তার স্থান নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এমএম আকাশ, বিএনপিএস-এর নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, বাংলাদেশ ডাক্তার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ড. রশিদ-ই-মাহবুব প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দূর করতে ৮ দফা সুপারিশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ