প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রাজধানীর সেগুনবাগিচায় গতকাল কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির ‘দ্বি-বার্ষিক সম্মেলন’ ২০২০ অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬টি (সুপার সিক্স) পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। তিতাস উপজেলার ৯ টি ইউনিয়ন বিএনপির ২৭ জন কাউন্সিলর এই নির্বাচনে গোপন ব্যালটে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। সকাল ১১টা থেকে বেলা ০১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তিতাস উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে নির্বাচিত ‘সুপার সিক্স’ নেতারা হচ্ছে- সভাপতি মো. সালাহউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মো. ওসমান গণি ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আলী হোসেন মোল্লা, যুগ্ন-সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক (১) মো. জহিরুল ইসলাম জাদু মোল্লা ও সাংগঠনিক সম্পাদক (২) কাজী মোঃ কবির হোসেন সেন্টু। সম্মেলনের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুুরুল আহসান মুন্সি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রীম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.আক্তারুজ্জামান সরকার। সম্মেলনে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ এমদাদুল হক আখন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।