Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আন্দোলনের যৌক্তিকতা দেখেই সিদ্ধান্ত নিতে হয়’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

ঢাকার দুই সিটি ভোট পেছানোর দাবিতে প‚জার্থীদের আন্দোলন নিয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, আন্দোলনের যৌক্তিকতা দেখেই সিদ্ধান্ত নিতে হয়।

গতকাল শনিবার দুপুরে নির্বাচন ভবনের ফটকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। ভোটের তারিখ এগিয়ে আনা কিংবা পেছানোর সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুযোগ আছে কিনা সেটা এক জিনিস আর সম্ভব কিনা সেটা আরেক জিনিস। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে। আদালত যদি বলে তাহলেতো আমাদের ভোট পেছাতেই হবে। ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি ভোটের তারিখ দিয়েছে নির্বাচন কমিশন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেখেই সিদ্ধান্ত নিতে হয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ