Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ গ্রেফতার

নওগাঁ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

আদিবাসী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ খমেজ উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে। সে উপজেলার রাইগাঁ ইউনিয়নের কুন্দনা গ্রামের কছির উদ্দিনের ছেলে।
ধর্ষণ চেষ্টার শিকার আদিবাসী কিশোরীর মা অভিযোগ করেন যে, তার মেয়ে (১২) এনায়েতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে গত বৃহস্পতিবার সকাল ৬ টায় প্রাইভেট পড়তে যাবার সময় এনায়েতপুর বাজারে খমেজ উদ্দিনের দোকানের সামনে পৌঁছলে খমেজ তাকে জোরর করে রাস্তা থেকে তুলে নেয়। দোকানের ভিতর নিয়ে গিয়ে দরজা বন্ধ করে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়াসহ তাকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি কান্না শুরু করলে খমেজ তাকে বিষয়টি কাউকে না জানানোর হুমকি দিয়ে ছেড়ে দেয়। কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেয়।
ওই দিন মেয়েটি প্রাইভেট না পড়ে বাড়ী ফিরে গিয়ে কাঁদতে থাকে ও স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। বাড়ীর লোকজন বিষয়টি জানার চেষ্টা করলে পরদিন রাতে সে তার চাচিকে বিষয়টি জানায়।
এ ব্যাপারে তার মা বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ বেলা ১০ টায় খমেজকে তার দোকান থেকে গ্রেফতার করে নিয়ে আসে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, কিশোরীর ১৬১ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃদ্ধ গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ