Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ লেনের ৪ নতুন সেতু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

জাকের উল্লাহ চকোরী, কক্সবাজার থেকে : | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর ওপর নির্মিত হচ্ছে ৬ লেনের নতুন সেতু। ৬০ বছর আগে নির্মিত পুরানো সেতুটি যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নতুন এ সেতু নির্মাণে উদ্যোগ গ্রহণ করেছে। জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হচ্ছে এ সেতু। সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে নির্মিত হবে ৬ লেনের এক কিলোমিটার এপ্রোচ রোড। এতে সেতুতে যানজট আর থাকবেনা।
সেতুর তদারকির দায়িত্বে নিয়োজিত প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসেন জানান, ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের অধীনে ৭৫০ কোটি টাকা ব্যয়ে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রাপুল, দোহাজারীর শঙ্খ নদীর উপর শঙ্খ সেতু, বরুমতি খাল ও কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর ওপর স্বাধীণতার ৪৯ বছর পর এই প্রথম নির্মিত হচ্ছে ৬ লেনের ৪ নতুন সেতু। দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার অর্ধকোটি মানুষের পাশাপাশি প্রতিবছর দেশ-বিদেশ থেকে বাংলাদেশের পর্যটন রাজধাণী-বিশে^র দীর্ঘতম বেলাভূমি কক্সবাজারে ভ্রমনে আসা কোটি কোটি মানুষের মাঝে মাতামুহুরী নদীসহ অন্য ৩ স্থানে নতুন সেতু নির্মাণ কাজ শুরু হওয়ায় স্বস্তি ও ফিরে এসেছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে ১৯৬০ সালে নির্মিত পুরানো সেতুর রেলিং ভেঙ্গে অহরহ দূর্ঘটনা ঘটছে। বেশ ক’বছর আগে পর্যটকবাহী একটি বাস সেতুর নীচে পড়ে গিয়ে ২০ জন নিহত হয় ও আহত হয় অনেক। এখনো প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এ ছাড়া সেতুর মাঝখানে ছাদের বিভিন্ন স্থানে অসংখ্য খানা-খন্দক সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল রীতিমত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ২০১৮ সালের ২২ নভেম্বর মাতামুহুরী নদীর ওপর ৬ লেনের নতুন সেতু নির্মাণকাজ শুরু হয়েছে।
মাতামুহুরী নদীর ওপর সেতুসহ অপর ৩ সেতু নির্মাণের দায়িত্ব পায় স্পেকট্রা-সি আর ২৪ বি জয়েন্টভেঞ্চার লিমিটেড, ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, মাতামুহুরী নদীর ওপর ৬ লেনের নির্মিত সেতুর দৈর্ঘ্য হবে ৩২১.৪৫ মিটার, প্রস্থ ৩০.৪৫০ মিটার, সেতুতে স্প্যান বসবে ৮টি ও পিলারের সংখ্যা হচ্ছে ৯টি। ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানা গেছে, বর্তমানে রাতদিন বিরামহীনভাবে নির্মাণ শ্রমিকরা সেতু নির্মাণের কাজ দ্রুত চালিয়ে যাচ্ছে। সেতুর নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা ২০২১ সালের ২১ নভেম্বর, তারা নির্দিষ্ট সময়ের আগেই সেতু নির্মাণকাজ সম্পন্ন করার আশাবাদী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৪ নতুন সেতু

১৯ জানুয়ারি, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ