Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

এম সাখাওয়াৎ হোসেনের তিন ধারাবাহিকে শহিদ আলমগীর

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

মিডিয়ার দখিনা হাওয়া কখন কার গায়ে পরশ বুলোবে সেটা জানা বড় মুশকিল। সাম্প্রতিক দখিনা হাওয়ায় দুলছে অভিনেতা শহিদ আলমগীর। রাইফেল মফিজে বাজিমাতের পর নাট্যকার পরিচালক এম সাখাওয়াৎ হোসেন শহিদ আলমগীরকে নিয়ে পর পর তিনটি ধারাবাহিকে প্রধান চরিত্রে তাকে নির্বাচন করেছেন। ‘চন্দ্রনদীর বাঁকে’, ‘কাপুরুষ’ এবং ‘সহোদর’। ধারাবাহিক তিনটিতে আলমগীরের বিপরীতে অভিনয় করছেন সাম্প্রতিক সময়ের সম্ভাবনাময়ী তিন অভিনেত্রী সুম্মী রহমান, সানজিদা তন্ময় এবং সায়লা সাবি। এম সাখাওয়াৎ হোসেন, সম্প্রতি তার প্রথম চলচ্চিত্র আসমানী নির্মাণের পাশাপাশি হাতে থাকা ধারাবাহিকগুলো সমান তালে নির্মাণ করে যাচ্ছেন। শহিদ আলমগীরকে ধারাবাহিকগুলোতে নির্বাচন করা প্রসঙ্গে তিনি বলেন, চরিত্রানুযায়ী যে ধরনের অভিনেতা প্রয়োজন তার বিকল্প খুঁজে পাইনি। আলমগীর আমাকে নিরাশ করেনি। মনে হচ্ছে, ওকে নির্বাচন করার সিদ্ধান্ত যথার্থ হয়েছে। তিনি ধারাবাহিকগুলো সম্পর্কে জানান, ব্যতিক্রম ক্যানভাসের ভিন্ন স্বাদের একটু আলাদা কনসেপ্টের এই তিন ধারাবাহিক। চন্দ্রনদীর বাঁকে ধারাবাহিকের কনসেপ্ট, নদী বিধৌত জনপদের এক মাঝির মেয়ে ধানপুষি, এবং সর্বহারা ভাবঘুরে এক যুবকের টান টান প্রেম কাহিনী। আবার কাপুরুষের গল্পে দেখা যাবে সরল গোবেচারা যুবকের জীবনে প্রেমের আগমনে বিহŸল হয়ে পড়া নিয়ে। সহোদর ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রের যমজ ভাইয়ের চরিত্রে শহিদ আলমগীর কমেডি ও সিরিয়াস দুটি ডায়মেনশনে ড্রামা আর সাসপেন্স তৈরি করে দর্শককে টিভি পর্দায় আটকে রাখতে সমর্থ হবেন বলে আমি আশা করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এম সাখাওয়াৎ হোসেনের তিন ধারাবাহিকে শহিদ আলমগীর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ