Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামিক দিকনির্দেশনামূলক মোবাইল অ্যাপস ইসলামিক কথা

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : লাইভ টেকনোলজিস লিমিটেড প্রস্তুত করেছে এক অনন্য ইসলামিক অ্যাপস, যাতে একাধারে নামায টাইমিং থেকে শুরু করে ইসলামিক লাইফ স্টাইলের জন্য দরকারি সব কিছুই আছে, অ্যাপসটির নাম ‘ইসলামিক কথা’, যা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং একদম ফ্রী। এতে আছে, নামায ও আযান টাইমিং ও অ্যালার্ম, সেহরী-ইফতারের সময়, কিবলা (কাবা শরীফ) নির্দেশক যা অতি জরুরি কারন অচেনা কোথাও গেলে কিবলা কোন দিকে তা জানা কঠিন হয়ে যায়, এতে আছে মসজিদের অবস্থান পর্যবেক্ষণ জিপিএসভিত্তিক গুগল ম্যাপ, যা আপনাকে দেখিয়ে দিবে আশপাশে কোথায় কোথায় মসজিদ আছে, বিভিন্ন দোয়া, বিষয়ভিত্তিক হাদিস ও ইসলামিক তথ্য, কালেমা বাংলা অর্থসহ, ধাপে ধাপে নামায শিক্ষা বাংলা অর্থসহ, আরবি ইসলামিক ক্যালেন্ডার, আল্লাহর ৯৯ নাম ও অর্থ, যাকাতের হিসাব ও তথ্য, ইসলামিক ভিডিও আরও অনেক কিছু। অ্যাপসটির অপশন থেকে আযান টাইমিং পরিবরতন ও সাইলেন্ট করা যায়, জিলা ভিত্তিক অবস্থান পরিবর্তন করা যায়। ‘ইসলামিক কথা’ ডাউনলোড করতে গুগল প্লে স্টোর-এ ‘ওংষধসরপ কড়ঃযধ’ লিখে সার্চ দিলেই হবে। এই অ্যাপসটির ২টি ভার্সন আছে, ফুল ভার্সন, আরেকটি লাইট ভার্সন, যাতে কিছু কম ফিচার আছে কিন্তু ডাউনলোড করতে কম ডাটা খরচ হবে। অথবা এনড্রয়েড মোবাইল থেকে যঃঃঢ়://শড়ঃযধ.সড়নর/ধঢ়ঢ়ং.ঢ়যঢ় লিঙ্কে ভিজিট করা যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামিক দিকনির্দেশনামূলক মোবাইল অ্যাপস ইসলামিক কথা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ