বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসলামকে নিয়ন্ত্রণের সর্বগ্রাসী চক্রান্ত চলছে। ইসলাম নিয়ন্ত্রণের অযাচিত হস্তক্ষেপ কারো কাম্য নয়। বিরানব্বই ভাগ মুসলমানরে দেশে আজান ও ধর্মীয় মাহফিলকে শব্দ দুষণ হিসেবে চিহ্নিত করার অপরিনামদর্শী খেলায় মেতে উঠলে ইসলামপ্রিয় জনতা তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না। কওমী মাদরাসা নিয়ে সরকারের মন্ত্রী-এমপিদের সিন্ডিকেট ভিত্তিক অপপ্রচার বন্ধ করতে হবে।
গতকাল রোববার বেলা ২টা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে থানা দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তবে তিনি একথা বলেন। সংগঠনের ঢাকা মহানগরীর সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব আলহাজ আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন ও মাওলানা এবিএম জাকারিয়া, সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলনের দাওয়াত সর্বত্র পৌঁছে দিতে হবে। বর্তমান শাসন ব্যবস্থার অসারতা ক্রমেই ফুটে উঠছে এবং ইসলামী শাসনের অনিবার্যতা দিন দিন প্রমাণিত হচ্ছে। তাই সকল দায়িত্বশীলকে হযরত সাহাবায়ে কেরামের মতো ত্যাগের মানসিকতা নিয়ে সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে।
ইশা ছাত্র আন্দোলন
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার কাউন্সিল গতকাল সকাল ১০টায় নীলক্ষেতস্থ একটি মিলনায়তনে শাখা সভাপতি এম আমজাদ হোসেন আজমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা শেখ ফজলুল করীম মারুফ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন ঢাকা মহানগরী সেক্রেটারি সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
কাউন্সিলে এম.এম, শোয়াইবকে সভাপতি, এম আবু হানিফকে সহ-সভাপতি ও মুহাম্মদ এনামুল হককে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখা পুনর্গঠন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।