Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাট ওম্যানের ভূমিকায় তাকে ভাবা ‘বোকামি’ মনে করেন ক্রিস্টেন স্টুয়ার্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

তার প্রাক্তন প্রেমিক এবং ‘টোয়াইলাইট’ সহশিল্পী রবার্ট প্যাটিনসন যে চলচ্চিত্রে ব্যাটম্যানের ভূমিকায় অভিনয় করবেন তাতে তার বিপরীতে তিনি ক্যাটওম্যানের ভূমিকায় অভিনয় করবেন ভক্তদের এমন ভাবনাকে বোকামি বলে উল্লেখ করেছেন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। পক্ষান্তরে যোয়ি ক্র্যাভিটজ ‘দ্য ব্যাটম্যান’ চলচ্চিত্রে ক্যাটওম্যানের ভূমিকায় অভিনয় করবেন, ফিল্মটি ২০২১ সালে মুক্তি পাবে। ফিল্মটির ঘোষণা এলে সেই থেকে ভক্তরা ধারণা করতে শুরু করে স্টুয়ার্টই ক্যাটওম্যানের ভূমিকাটি করবেন। “ভাবনাটি বোকামি। তবে আমার পক্ষ থেকে দারুণ হত এমন হলে। ছোটবেলা থেকেই ‘ব্যাটম্যান’ দেখে আসছি; যতবারই নতুন করে সিরিজ নির্মিত হয়েছে আমি ছাড়িনি,” স্টুয়ার্ট বলেন। “আমি খুব উপভোগ করতাম, তবে একই সঙ্গে আমি ক্র্যাভিটজের বন্ধু। আর রব (প্যাটিনসন) পুরো সিরিজটি করছে বলে আমি খুব খুশি। ফিল্মটি দেখার জন্য তর সইছে না। হ্যাঁ এমন ভাবনা বোকামি প্রসূত, তবে এমনটা ঘটলে তা একেবারে বাজে হত,” তিনি বলেন। স্টুয়ার্ট আর প্যাটিনসন চার বছর প্রেম করেছেন। ২০১২ সালে স্টুয়ার্টের ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে অভিনেত্রীটির মাখামাখির খবর ফাঁস হয়ে গেলে তাদের সম্পর্কচ্ছেদ হয়। স্টুয়ার্ট স¤প্রতি নিজেকে সমকামী বলে ঘোষণা করেছেন। স্টেলা ম্যাক্সওয়েল, সেন্ট ভিনসেন্ট, অ্যালিসিয়া কারগিল এবং ডিলান মেয়ারের সঙ্গে তার সম্পর্কের কথা জানা যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ