Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফসলের মাঠে রাতে পেঁয়াজ চুরির হিড়িক!

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ৩:১১ পিএম

সাতক্ষীরায় বিভিন্ন গ্রামে ফসলের মাঠে রাতে পেঁয়াজ চুরির হিড়িক পড়েছে। চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছেন চাষিরা। এ বিষয়ে সামাজিক প্রতিরোধের ওপর জোর দিতে বলছে পুলিশ প্রশাসন। শুক্রবার সংবাদ সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সাতক্ষীরার বিভিন্ন গ্রামে ফসলের মাঠ থেকেই চুরি হয়ে যাচ্ছে পেঁয়াজ। চুরি ঠেকাতে হিমশিম খাচ্ছেন চাষিরা।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দিগং গ্রামে গত কিছুদিন ধরে রাতের বেলায় ক্ষেত থেকেই চুরি হয়ে যাচ্ছে পেঁয়াজ। চুরি ঠেকাতে রাত জেগে টর্চলাইট নিয়ে পাহারা দিতে দেখা গেছে এলাকার লোকজনকে।

পাহারারত এক কৃষকের ছেলে আশরাফুল জানান, তাদের এলাকাজুড়ে বর্তমানে পেঁয়াজ চুরির হিড়িক পড়েছে। পুরো ফসলি এলাকা পাহারা দেয়া সম্ভব না হওয়ায় তারা প্রতিদিন একেক পাশে পাহারা দিচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেঁয়াজ চুরি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ