বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া আসামি মজনু আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। গতকাল ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু সিদ্দিক মজনুকে আদালতে হাজির করেন এবং তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মোট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আসামির জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরও আগে গত ৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নামেন। সেখানে মজনু মেয়েটিকে উঠিয়ে নিয়ে নির্জন স্থানে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে। এ ঘটনায় নির্যাতিতা ছাত্রী বাবা বাদি হয়ে রাজধানীর ক্যান্টরমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামে। পরে গত ৭ জানুয়ারি র্যাব সদস্যরা মজনুকে গ্রেফতার করে। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করে। পরে আরো তথ্য উদ্ধার করার জন্য রিমান্ড আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ জানুয়ারি মজনুকে ৭ দিনের রিমান্ডে পাঠায় ঢাকার সিএমএম আদালত। রিমান্ড শেষে গতকাল আদালতের মাধ্যমে তার জবানবন্দির রেকর্ড শেষে কারাগারো পাঠানো হয়েছে।
এদিকে, গত ১০ জানুয়ারি ঘটনার বর্ণনা দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি দেন ঢাবি ওই ছাত্রী। তখন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরা তার জবানবন্দি রেকর্ড করেন। ওই ছাত্রী সেদিন বিচারকের কছে ঘটনার বিস্তারিত বর্ণনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।