Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

‘ভোট ডাকাতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, বাংলাদেশে ভোট ‘উৎসব’ হলেও সিটি নির্বাচন নিয়ে নগরবাসীর মাঝে কোন আমেজ নেই। বরং সুষ্ঠু নির্বাচন নিয়ে পূর্ণ মাত্রায় শঙ্কা বিরাজ করছে। নির্বাচন কমিশনের হারানো বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার কোন চেষ্টাই আমরা দেখছি না। বরং সরকার দলীয় প্রার্থীর অব্যাহত আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নিরব দর্শকের ভূমিকায় দেখছি। কমিশনকে নখবিহীন কাগুজে বাঘ হিসেবে দেখতে চাই না। জনগণের নিকট তাদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা রয়েছে।

গতকাল রাজধানীর বনানী থানার বিভিন্ন এলাকায় প্রচারণার সময় তিনি এসব কথা বলেন। তিনি নির্বাচনী প্রচারণায় বিভিন্ন স্থানে বাধা ও কর্মীদের হুমকি দেয়ার কথা উল্লেখ করে বলেন, ইট মারলে কিন্ত পাটকেল খেতে হয়। আমরা যখন খেলতে নেমেছি, তখন মাঠ কারো জন্য ছেড়ে দেয়া হবে না। তিনি ঢাকা উত্তরের বিশেষত হাতপাখার কর্মীদের উদ্যেশ্যে বলেন, জনগণরে ভোটাধিকার রক্ষায় সবাই সজাগ থাকুন এবং ভোট ডাকাতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রচারণায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শওকত আলী হাওলাদার, ইসলামী আইনজীবি পরিষদের নেতা এ্যাডভোকেট শফিক উদ্দিন মিয়া, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর সভাপতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরর সহ-দপ্তর সম্পাদক মুফতি নিজামুদ্দীনসহ বনানী থানার নেতাকর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণপ্রতিরোধ গড়ে তোলা হবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ