Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দৈনিক ইনকিলাবের প্রথম পাতায় গত ২৮ জুন ‘বঙ্গবন্ধু সেতুর টোল আদায়-বিপুল রাজম্ব লুটপাটের প্রস্তুতি’ শীর্ষক সংবাদ প্রসঙ্গে লিখিত বক্তব্য দিয়েছে বাংলাদেশ সেতু বিভাগ (বিবিএ)। সেখানে সংবাদটি বাস্তবতাবর্জিত ও অনুমাননির্ভর বলে উল্লেখ করা হয়। বলা হয়, ‘বঙ্গবন্ধু সেতুর টোল আদায় কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে পিপিআর অনুসরণ করে সার্ভিস প্রোভাইডার নিয়োগের প্রক্রিয়া চলছে, যা আগামী অক্টোবর ২০১৬-এ সম্পন্ন হবে। অন্তর্বর্তীকালীন জরুরি ভিত্তিতে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনক্রমে সরাসরি পদ্ধতিতে প্রোভাইডার নিয়োগের প্রাথমিক পর্যায়ে প্রস্তাব আহŸান করা হয়েছে মাত্র। দরপত্র মূল্যায়ন কমিটি এ প্রস্তাবসমূহ পর্যালোচনা করে প্রস্তাব গ্রহণের বিষয়ে সুপারিশ করবে। উক্ত সুপারিশ বিবেচনার পরই কেবল কর্তৃপক্ষ টোল আদায় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।’
প্রতিবেদকের বক্তব্য : প্রদত্ত বক্তব্যে উল্লেখিত বেশির ভাগ বিষয় সংবাদে উল্লেখ রয়েছে। তবে সংবাদে উল্লেখ রয়েছে এমন অনেক বিষয় বক্তব্যে এড়িয়ে যাওয়া হয়েছে। কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেডকে প্রায় ১০ গুণ অতিরিক্ত ব্যয়ে কাজ দেয়ার যে প্রচেষ্টার কথা সংবাদে বলা হয়েছে প্রদত্ত বক্তব্যে সেটিও এড়িয়ে যাওয়া হয়েছে। এছাড়া সংবাদে সিএনএসকে কাজ দিতে চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে যে সিন্ডিকেটের কথা বলা হয়েছে বক্তব্যে তারও কোনো সদুত্তর নেই।
উল্লেখ্য, কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেডও গতকাল সংবাদটির প্রতিবাদ জানিয়েছে। তবে তারা প্রতিবাদে প্রকাশিত সংবাদের কোথায় ভুল বা মিথ্যা তথ্য আছে তার কোনো নির্দিষ্ট তথ্য উল্লেখ করতে পারেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

১৫ জানুয়ারি, ২০২২
১১ ডিসেম্বর, ২০২১
২ সেপ্টেম্বর, ২০২১
২৮ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ