Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

রুয়েটের ৫১ কোটি ২০ লাখ টাকার বাজেট অনুমোদন

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এর ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য ৫১ কোটি ২০ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। রুয়েটের ৭৮তম সিন্ডিকেট (সাধারণ) সভায় এ বাজেট অনুমোদন করা হয়। সভায় বলা হয়, ২০১৬-১৭ অর্থ বছরের অনুমোদিত বাজেটের মধ্যে ৪৮ কোটি ২০ লাখ টাকা পাওয়া যাবে ইউজিসি’র মাধ্যমে সরকারি বরাদ্দ থেকে এবং ৩ কোটি টাকা আয় হবে রুয়েটের নিজস্ব উৎস থেকে।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এই সভায় জানানো হয়, ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে বেতন ও ভাতাদি খাতে ২৯ কোটি ২২ লাখ টাকা, পেনশন খাতে ৬ কোটি ৫০ লাখ টাকা, মুলধন মঞ্জুরি খাতে ৩ কোটি ৬০ লাখ টাকা এবং অন্যান্য খাতে ১১ কোটি ৭০ লাখ টাকা টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া এ সিন্ডিকেট সভায় ২০১৫-২০১৬ অর্থ বছরের ৪৫ কোটি ১৫ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুয়েটের ৫১ কোটি ২০ লাখ টাকার বাজেট অনুমোদন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ