বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দীর্ঘ ২৪ বছর পর বাড়ি ফেরার অপেক্ষায় রোমাঞ্চিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী রুহুল আমিন। মায়ের মুখ দেখতে ব্যাকুল ওই প্রবাসী যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে পৌঁছে ফেসবুকে নিজের ছবি দিয়েও সেই রোমাঞ্চকর অনুভূতি প্রকাশ করেন। কিন্তু নিরাপদে দেশে পৌঁছালেও তাকে বাড়ি ফিরতে হয়েছে লাশ হয়ে।
‘মা তুমি কেমন আছ? কতদিন তোমায় দেখি না। খাওয়া-দাওয়া ঠিক মতো করছো তো? আগামীকাল দেশে আসবো মা’। গত মঙ্গলবার সকালে মায়ের সঙ্গে মোবাইল ফোনে এই কথাগুলো বলছিলেন মায়ের মুখ দেখতে ব্যাকুল থাকা আমেরিকা প্রবাসী রুহুল আমিন। কিন্তু মায়ের মুখ আর দেখা হলো না তার। গ্রিনকার্ড পেয়ে ২৪ বছর পর দেশে ফিরে বাড়ি যাওয়ার পথে গত বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর এলাকায় এই সড়ক দুর্ঘটনায় ঘটে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নোয়াখালী, রাজশাহী ও গাজীপুরে ২ জন করে, চট্টগ্রাম,নেত্রকোনা, লালপুরে একজন করে।
ব্রাহ্মণবাড়িয়া : দীর্ঘ ২৪ বছর পর দেশে ফিরেও নিজ বাড়ি ফেরা হলো না মো. রুহুল আমীন নামে এক প্রবাসীর। গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় ঢাকা ও সিলেট মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। নিহত রুহুল আমিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার কৈশল গ্রামের আলীম উদ্দিনের ছেলে। এ ঘটনায় তার বাবা আলীম উদ্দিন (৬০) ও ছোট ভাই নাইমুলসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিজয়নগর থানা পুলিশের ইসলামপুর ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) আতিকুর রহমান দুর্ঘটনার জানান, আমেরিকা থেকে বুধবার দেশে ফেরেন রুহুল আমীন। তাকে নিয়ে বিমানবন্দর থেকে বাবা ও ভাইসহ স্বজনরা মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। পথিমেধ্য রাত ৮টার দিকে শশই এলাকায় ঢাকা ও সিলেট মহাসড়কে পাথরবাহী একটি ট্রাকের সঙ্গে মাাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। রুহুল আমীন মাইক্রোবাসচালকের পাশের আসনে বসেছিলেন।
চট্টগ্রাম : ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাটে গতকাল বাসচাপায় মো. আবু সাঈদ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহত আবু সাঈদ বারৈয়ারহাট ডিগ্রি কলেজের ছাত্র। তার বাড়ি করেরহাটের পশ্চিম জোয়ার এলাকায়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর এবং রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
গাজীপুর : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় যাওয়া পথে গাজীপুরে ট্রেন ও কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গত বুধবার রাতে পৃথক দুর্ঘটনায় নিহত হন তারা। নিহতরা হলেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার টেংরাকান্দি এলাকার মো. গুলজার (৪৫) ও নরসিংদীর বেলাবো উপজেলার বীর বাগদে এলাকার আব্দুর রহমান (৫৫)।
রাজশাহী : রাজশাহীর মোহনপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার কামারপাড়া ও জাহানাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার দেয়ানপাড়া গ্রামের লাল মোহাম্মদ দেয়ানের শিশুকন্যা মুন্নি আক্তার (১০) ও জয়পুরহাট সদরের তুলাট গ্রামের আক্কাস আলীর ছেলে ফারুক হোসেন (৩৫)। নিহত মুন্নি আক্তার মান্দার দেয়ালুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
লালপুর (নাটোর) : নাটোরের লালপুর উপজেলার গোদড়া এলাকায় গতকাল ট্রাক চাপায় সাহাদুল ইসলাম (৩২) নামের এক বাই সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত সাহাদুল বড়াইগ্রাম উপজেলার বাহিমালী এলাকার হালিম মোল্লার ছেলে।
নেত্রকোনা : নেত্রকোনা- কেন্দুয়া সড়কের সদর উপজেলার বায়রাউড়া নামক স্থানে গতকাল সকালে মোটর সাইকল ও লড়ির সংঘর্ষে স্বামী রফিকুল ইসলাম কাঞ্চন (৫৫) নিহত ও স্ত্রী ফরিদা বেগম (৪২) গুরুতর আহত হয়েছেন। নিহত কাঞ্চন নেত্রকোনা সদর উপজেলার মদনপুর পূর্ব পাড়া গ্রামের মৃত আব্দুল গফুর ফকিরের ছেলে।
নোয়াখালী : কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে গতকাল মোটরসাইকেল চাপায় আবুল হাশেম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত আবুল হাশেম নরোত্তমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী আবুল কাশেমের পিতা।
এদিকে, নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত স্কুল শিক্ষক মো. আব্দুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আব্দুর রহমান চরমটুয়া ইউনিয়নের বোবারকান্দি গ্রামের বাসিন্দা। তিনি উত্তর আন্ডারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।