বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলাম বিদ্বেষী মহল সরকারের ভাবমর্যাদা বিনষ্ট করছে উল্লেখ করে ইসলামী জনকল্যাণ সংস্থার চেয়ারম্যান এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেছেন, শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে কতিপয় শিক্ষা প্রতিষ্ঠানে ওড়না ও হিজাব পড়া নিষিদ্ধ করা কোনভাবেই কাম্য নয়। গতকাল (বৃহস্পতিবার) নগরীর জিইসি সার্কেলে সংস্থার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ঢাকার মতিঝিল ও বনশ্রী আইডিয়াল স্কুলসহ কতিপয় স্কুল ও কলেজে ছাত্রীদের ওড়না ও হিজাব পড়া নিষিদ্ধ করা ঘাপটি মেরে থাকা ইসলাম বিদ্বেষী একটি মহলের অপপ্রয়াস। যে দেশের প্রধানমন্ত্রী পর্দানশীন সে দেশে তারা ইসলাম বিদ্বেষী কর্মকান্ড পরিচালনা করার সাহস কোথায় পায় তা বোধগম্য নয়।
সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা নুরুল আমিন, হাফেজ মোহাম্মদ আমিন, অধ্যাপক হাফেজ আহাম্মদ, মুহাম্মদ শামসুদ্দিন হাবিবি, মাওলানা জসিম উদ্দিন আল কাদেরী, মাওলানা এনামুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।