Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

৭শ’ স্থাপনা গুঁড়িয়ে ৪ একর জমি উদ্ধার

চট্টগ্রামে রেলের উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

নগরীর পাহাড়তলী আমবাগান এলাকায় গতকাল বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে ৭শ’ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলমুক্ত করা হয়েছে চার একরের বেশি জমি। সকাল থেকে রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগের উদ্যোগে আমবাগান, দক্ষিণ রেলওয়ে আবাসিক এলাকার পাশে শুরু হয় উচ্ছেদ অভিযান। এ সময় পাকা, সেমিপাকা এবং কাঁচা বসতঘর, দোকানপাট, ওয়ার্কসপ, গ্যারেজসহ ৭শ’ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
৪০ বছরের বেশি সময় ধরে রেলের মূল্যবান জমিতে অবৈধ স্থাপনা তুলে ভাড়া আদায় করে আসছিল দখলদাররা।
রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল আলম দৈনিক ইনকিলাবকে বলেন, আমবাগান থেকে নতুন রেল স্টেশন পর্যন্ত অবৈধ কয়েক হাজার স্থাপনা রয়েছে। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, এ এলাকায় কোন অবৈধ স্থাপনা অক্ষত রাখা হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৪ একর জমি উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ