বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গতকাল রবিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২জন নিহত ও ১৫জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আব্দুস সালাম ও একই গ্রামের সিদ্দিকুর রহমানের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। গত বৃহষ্পতিবার রাতে সিদ্দিকের বাড়ির আনু মিয়ার ছেলের বিয়েতে মাইকে উচ্চ স্বরে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশি আবদুস সালামের লোকজনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় আব্দুস সালামের সমর্থকরা প্রতিপক্ষের একজনকে বেধড়ক পিটিয়ে আহত করে। এ ঘটনায় গত শুক্রবার সিদ্দিক থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গতকাল সকাল সাড়ে ১১টায় সিদ্দিকের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সালামের বাড়িতে হামলা চালিয়ে আব্দুস সালাম (৬৫)কে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সিদ্দিকের সমর্থক লাল মিয়া (৫০) কে একা পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় লাল মিয়াকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষনা করেন। এসময় দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘন্টা ব্যাপী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।