Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইকোর্টে ভেবেচিন্তেই আদেশ দিয়েছেন: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২০, ২:১৪ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘হাইকোর্ট তো বাংলাদেশের জাতীয় স্বার্থের বাইরে কিছু নিশ্চয়ই ভাববে না। হাইকোর্টে যারা আদেশ দিয়েছেন তারা তো ভেবেচিন্তেই দিয়েছেন। যেখানে বিষয়টি কোর্ট পর্যন্ত গড়িয়েছে, কোর্টের আদেশ যেটা সেটা তো মেনে চলা উচিত। আমি আন্দোলনকারীদের আহ্বান করব, তারা আন্দোলন থেকে বিরত থাকবেন। আদালতের আদেশ মেনে নিয়ে তারা আন্দোলন থেকে বিরত থাকবেন।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই আহ্বান জানান। আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণি সিটি করপোরেশনে সাধারণ নির্বাচনের দিন সরস্বতী পূজা। নির্বাচনের তারিখ পেছানোর জন্য আদালতে একটি রিটও করা হয়েছিল। আদালত সেটি খারিজ করে দিয়েছেন। এখন তারিখ পেছানোর জন্য আন্দোলন হচ্ছে, আন্দোলনকারীরা শাহবাগ এলাকায় সড়ক অবরোধ করে রাখছেন।

কাদের বলেন, ‘নির্বাচনটা হোক, সবার এটা প্রত্যাশা, প্রস্তুতি এগিয়ে চলছে। নির্বাচনকে ঘিরে ঢাকার দুই সিটিতে একটা উৎসবমুখর পরিবেশও বিরাজ করছে।’

ভোটের তারিখ নিয়ে আন্দোলনে ছাত্রলীগের নেতাদেরও দেখা যাচ্ছে- এ বিষয়ে কাদের বলেন, ‘ছাত্রলীগের দৃষ্টিকোণ থেকে তারা যদি থেকে থাকে সেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আছে। এখানে পার্টি কোনো বিষয় নয়। পার্টিগতভাবে তো কেউ এটাতে অংশগ্রহণ করেনি। ছাত্রলীগের যারা হিন্দু সম্প্রদায়ের আছে, তাদের অনেকেই যেতে পারে। সেটা তো অসম্ভব কিছু না।’

নির্বাচন কমিশন যখন শিডিউল ঘোষণা করেছে তখন পূজার বিষয়টি বিবেচনা করা উচিত ছিল কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সেটা নিশ্চয়ই তাদের বিবেচনা করা উচিত ছিল। আর তাদের ঘোষণার ভেতর কোনো ফাঁক-ফোকর আছে কি না, সেটা দেখার বিষয় ছিল আদালতের। আদালত তো এখানে একটা নির্দেশ অলরেডি দিয়েছে।’

ওইদিন তো একটা ধর্মীয় বড় অনুষ্ঠান- তখন ওবায়দুল কাদের বলেন, ‘আমি তো আদালতের আদেশকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। এটা নিয়ে প্রশ্ন করা তো উচিত না। আমরা হয়তো নির্বাচন কমিশনকে পুনর্বিবেচনার জন্য বলতে পারতাম, কিন্তু বিষয়টি যখন আদালতে গড়িয়েছে। আদালতের সিদ্ধান্ত সেটা নির্বাচন কমিশন মেনে চলবে এবং নির্বাচন হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ