পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় লালবাগ এলাকায় ধানের শীষের প্রচারণার সময় তাকে গ্রেফতার করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা কলেজের সাবেক ভিপি নেওয়াজ আলী। সারাদিন রাজধানীর বিভিন্ন এলাকায় মেয়র প্রার্থীর সাথে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন তিনি। নির্বাচনী প্রচারণার বহর লালবাগ এলাকায় গেলে একপর্যায়ে সন্ধ্যা সাতটার দিকে লালবাগ কেল্লার গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। নেওয়াজ আলীর ভাই ও বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এ কথা জানান। উল্লেখ্য যে, নেওয়াজ আলী ঢাকা দক্ষিণ সিটির ২৩ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মীর আশরাফ আলী আজমের ভাই।
এদিকে মীর নেওয়াজ আলীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ইশরাক হোসেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। নেতৃবৃন্দ জানান, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের গণজোয়ার দেখে আওয়ামী লীগ ভীত হয়ে পড়েছে। নিজেদের ভরাডুবি হবে জেনে ক্ষমতাসীন আওয়ামী লীগ পুলিশ ও প্রশাসনকে বিএনপির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা নির্বাচনের মাঠ ছেড়ে দিবেনা। সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।