বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বান্দরবান জেলা সংবাদদাতা : বাইশারীতে চাক পাড়ায় বৌদ্ধ বিহারের মূর্তি ভাংচুরের ঘটনাটি মিথ্যা ও বানোয়াট বলে দাবী করেছেন পার্বত্য ভিক্ষু পরিষদ। গতকাল রবিবার দুপুরের বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পার্বত্য ভিক্ষু পরিষদ নেতারা এই দাবী করেন। এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি ভদন্ত উ: পাইঞঞা নাইন্দা মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের সাধারণ সম্পাদক শ্রীমৎ তেজপ্রিয় থের, নাইক্ষ্যংছড়ি বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত উ: খেমাচারা মহাথের, উসুন্দরা নন্দ মহাথের, বান্দরবান বৌদ্ধ অনাথ আশ্রমের যুগ্ন সম্পাদক ইন্দুসাকো থেরসহ বৌদ্ধ ভিক্ষুরা। এসময় তারা বলেন, পার্বত্য জেলার সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। এর অংশ হিসেবে গত ৩জানুয়ারী নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বৌদ্ধ বিহারের বৌদ্ধ মূর্তি ভাংচুর করার হয় বলে প্রচার করা হয়। তারা বলেন, গত ১৬জানুয়ারী নাইক্ষ্যংছড়ি উপজেলার শিয়া তংসী চাক পাড়া জাদি পার্বত্য ভিক্ষু পরিষদ নেতৃবৃন্দরা পরির্দশন করেন। এসময় তারা মূর্তি ভাংচুরের মত কোন ঘটনার সত্যতা পাননি। তারা আরো বলেন, ঘটনাটি সর্ম্পূণ মিথ্যা ও বানোয়াট। তারা আরো আহবান জানান, পার্বত্য জেলার সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রতি যাতে অটুত থাকে সে লক্ষে সবাইকে কাজ করে যেতে হবে। এদিকে সংবাদ সম্মেলনে বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলো জেলা প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা, জেলা প্রেসক্লাব সভাপতি সেলিম আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক এইচ এম স¤্রাট, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি এস. বাসু দাশ, জিটিভি জেলা প্রতিনিধি মোঃ ইসহাক, একুশে টিভি জেলা প্রতিনিধি নজরুল ইসলাম টিটুসহ স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।