Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান-কেনিয়া যৌথ নৌ-মহড়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

আফ্রিকা অঞ্চলে ওভারসিস ডিপ্লয়মেন্টের অংশ হিসেবে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ মোয়াবিন ও আসলাত কেনিয়া সফর করেছে। সফরকালে মিশনের কমান্ডারা ও কমান্ডিং অফিসাররা কেনিয়ার গুরুত্বপ‚র্ণ কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাত, একটি মেডিকেল ক্যাম্প আয়োজন ও কেনিয়া নৌবাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে। নৌবাহিনীর গণসংযোগ বিভাগ জানায় যে, এই সফর অধিকৃত কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর নৃশংসতা সম্পর্কে সফরকারী দেশকে অবহিতকরণকে অত্যধিক গুরুত্ব দেয়া হয়।

পাকিস্তানের যুদ্ধজাহাজগুলো মোবাসা বন্দরে পৌঁছলে কেনিয়ার নৌবাহিনী উষ্ণ সম্বর্ধনা জানায়। পাকিস্তানী নৌবাহিনীর অফিসাররা কেনিয়া নেভির প্রধান, মোবাসার কাউন্টি কমিশনার ও অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। আলোচনাকালে মিশন কমান্ডার পাকিস্তান নৌবাহিনীর প্রধান এডমিরাল জাফর মাহমুদ আব্বাসির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা পৌছে দেন। কেনিয়া ও পাকিস্তান নৌবাহিনী পরস্পরের মধ্যে ভ্রাতৃপ্রতীম সম্পর্ক এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা স¤প্রসারণের অঙ্গীকার করেন। আলোচনাকালে সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান সশস্ত্র বাহিনীর আত্মত্যাগের প্রসঙ্গ উঠে আসে এবং স্বাগতিক পক্ষ যথাযথভাবে একে স্বীকৃতি দেয়। শুভেচ্ছার নিদর্শন হিসেবে পাকিস্তান নৌবাহিনী সেখানে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। প্রায় ২২০০ স্থানীয় রোগী এই ক্যাম্প থেকে চিকিৎসা গ্রহণ করেন।

কিছু রোগীকে যুদ্ধজাহাজ মোয়াবিনের অপারেশন থিয়েটারে অপারেশন সুবিধা দেয়া হয়। এই জাহাজ স্টেট অব আর্ট মেডিকেল ফ্যাসিলিটি সজ্জিত।
পাকিস্তানী নৌবাহিনীর জাহাজে একটি সম্বর্ধনা নৈশভোজেরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অতিথিদের সামনে অধিকৃত কাশ্মিরে ভারতীয় বাহিনীর নৃশংসতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পরে পাকিস্তান ও কেনিয়া নৌবাহিনীর মধ্যে একটি কেনিয়ার পানিসীমায় একটি যৌথ মহড়ার আয়োজন করে।
আফ্রিকা অঞ্চলে পাকিস্তানী যুদ্ধজাহাজ মোতায়েনের লক্ষ্য হলো সেখানকার দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা, মানবিক সহায়তা স¤প্রসারণ এবং স্বাগতিক নৌবাহিনীগুলোর সঙ্গে ইন্টারঅপারেবিলিটি উন্নত করা। সূত্র : এপিপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ