Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কের পাশে আছে জাতিসংঘ -বান কি-মুন

প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১:২৩ পিএম, ২৯ জুন, ২০১৬

ইনকিলাব ডেস্ক : তুরস্কে ইস্তাম্বুল শহরের আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। ওই সন্ত্রাসী হামলায় অন্তত ৩৬ জন নিহতের খবর পাওয়া গেছে। আরও অন্তত ১৪৭ জন আহত হয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে তুরস্কে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার এবং তুর্কি সরকারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আশা করেন, দ্রুতই তুরস্কের জনগণ এই আঘাত সামলে উঠতে পারবেন। বিবৃতিতে বান কি-মুন বলেন, তিনি আশা করছেন, এই অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যেই শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তিনি তুরস্কের পাশে রয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করেন। বান কি-মুন সন্ত্রাসবাদ এবং সহিংস উগ্রবাদের হুমকি মোকাবেলায় আন্তর্জাতিক এবং আঞ্চলিক পর্যায়ে লড়াইয়ের ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে, তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এ হামলার জন্য ইসলামিক স্টেট (আইএস)-কে দায়ী করেছেন। তবে এখনও কেউ এই হামলার দায় স্বীকার করেনি। ওই হামলায় ৩৬ জন নিহতের কথা নিশ্চিত করেছেন তুর্কি প্রধানমন্ত্রী। তাদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন বলে এক বিবৃতিতে তিনি জানান। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। হামলার পর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। হামলাকারী নিহত হয়েছেন, তা নিশ্চিত হওয়ার পর বিমানবন্দরটি পুনরায় খুলে দেওয়া হয় বলেও বিনালি ইলদিরিম জানিয়েছেন। দেশটির রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী লড়াইয়ের সন্ধিক্ষণে এই হামলা হলো। ইস্তাম্বুলের মতো পৃথিবীর যে কোনও বিমানবন্দরে বা শহরে এ ধরনের হামলা হতে পারে। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার বিকেলে তিন বন্দুকধারী আতাতুর্ক বিমানবন্দরে ঢোকার মুখে আত্মঘাতী বোমা হামলা চালায় এবং কালাশনিকভ রাইফেল দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এতে অন্তত ৩৬ জন নিহত এবং আরও ১৪৭ জন আহত হয়েছেন। এ বছর তুরস্কে বেশ কয়েক দফা বোমা হামলা হয়েছে। এর মধ্যে ইস্তাম্বুলের পর্যটন এলাকায় দুই দফা আত্মঘাতী হামলা হয়, যার জন্য আইএসকে দায়ী করা হয়। সূত্র : বিবিসি, দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ