Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরফে পিছলে ভারতীয় সেনা চলে গেলেন পাকিস্তানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ২:৪৩ পিএম

ভারতীয় এক হাবিলদার বরফে পিছলে আন্তর্জাতিক সীমা পেরিয়ে পাকিস্তানে চলে গেছেন। এনিয়ে ওই হাবিলদারের পরিবারের চরম দুশ্চিন্তায় দিন কাটছে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ওই হাবিলদারের নাম রাজেন্দ্র নেগি। তিনি জম্মু ও কাশ্মীরের গুলমার্গে কর্তব্যরত ছিলেন। গত ৮ জানুয়ারি নেগির স্ত্রী রাজেশ্বরীকে ফোন করে জানানো হয়, তার স্বামী নিখোঁজ। পরবর্তীতে জানা যায়, বরফে পিছলে দুর্ঘটনাবশত সীমান্ত পেরিয়ে তিনি পাকিস্তানে চলে গেছেন।
নেগিকে দ্রুত পাকিস্তান থেকে ফেরত আনার জন্য ভারতীয় সরকারের কাছে ইতিমধ্যে আহ্বান জানিয়েছে তার পরিবার।
ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, নেগিকে ফেরত আনতে ইতিমধ্যে সকল ধরণের তৎপরতা শুরু হয়েছে। তবে এনিয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।
উত্তরাখণ্ডের দেহরাদুনের অম্বিবালা সৈনিক কলোনীর এক বাসিন্দা জানান, ২০০২ সালে গাড়োয়াল রাইফেল রেজিমেন্টে যোগ দেন নেগি। একমাস দেরাদুনে ছুটি কাটানোর পর অক্টোবরে তিনি কাজে যোগ দেন। নভেম্বরেই তাকে গুলমার্গে পাঠানো হয়।
এদিকে কাশ্মীর ইস্যু ও বালাকোটে হামলা নিয়ে ভারত পাকিস্তানের সম্পর্ক বর্তমানে তলানিতে ঠেকেছে। ইন্ডিয়া টুডে।



 

Show all comments
  • Md. Safiul Alam ১৫ ডিসেম্বর, ২০২০, ১১:১৯ পিএম says : 0
    We expect that total Jommu & Kashmir will move to Pakistan
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ